নিউজ ডেস্ক:- মহিলাদের কর্মপ্রচেষ্টা ও সাফল্যকে উৎসাহিত করার মহান উদ্দেশ্যে আজ এই বছরের ‘নারী শক্তি সম্মান’ খেতাব প্রদান করল ‘পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট’। অতীন্দ্র অধর্ব ব্যাঙ্কোয়েট হল-এ আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি-র বিধায়ক মদন মিত্র।
এছাড়াও সম্মানিত অতিথি রূপে হাজির হয়েছিলেন রাজনীতিবিদ সাব্বির আলি, সমাজকর্মী আরিফ নাসির ভট্ট, নেপালের সমাজকর্মী আভা অনুপমা সহ আরো অনেকে। আজকের ‘নারী শক্তি সম্মান’ অনুষ্ঠানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল আপ টাউন লাউঞ্জ-এর কর্ণধার জাভেদ আখতার, আম্মীজান রেস্তরাঁর কর্ণধার আফজল খাঁ এবং প্রসিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রেতা ল্যাকমে।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট-এর নির্দেশিকা হিনা কৌসর জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান মহিলাদের খুঁজে বার করে তাঁদের কর্মোপযোগী মঞ্চ প্রদান করে জীবন পথে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করে চলেছে পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট।
যে সকল মহিলারা নিজেদের প্রচেষ্টায় সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, সেই রকম কিছু মহিলাকে আজ সম্মানিত করা হল।” বলে রাখা ভালো, নারী শক্তি সম্মান প্রদান অনুষ্ঠানের পাশাপাশি আজ ব্রাইডল রানওয়ে এবং গ্রুম রানওয়ে নামাঙ্কিত পৃথক দুটো কার্যক্রমেরও আজ শুভারম্ভ করেছে পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post