সুরশ্রী রায় চৌধুরী : পশ্চিম বঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কবিতা উৎসব ২০২৩ আয়োজিত হল। ৩ মে থেকে ৬ মে, ২০২৩ পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত কলকাতা নন্দন – ৩ হল এবং একতারা মুক্ত মঞ্চে এই উৎসব আয়োজিত হলো। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রাক্তন মূখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টবর্গ। সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সভাপতি কবি সুবোধ সরকার। মানব জীবনে কবিতার গুরুত্ব অপরিসীম।
কবিতা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, প্রতিবাদী হতে শেখায়। কবিতার গুরুত্ব উপলব্ধি করে সারা বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহ দিতে ১৯৯৯ খ্রীষ্টাব্দে নভেম্বর মাসে ইউনেস্কো ২১ মার্চকে ‘বিশ্ব কবিতা দিবস’ (World Poetry Day) হিসাবে ঘোষণা করেছে। ঘোষণা করার সময় বলা হয়েছিল, “এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।” ২০০০ সালের ২১ মার্চ প্রথম ‘বিশ্ব কবিতা দিবস’ পালিত হয়। ২০২৩ কবিতা উৎসবে কবিদের বার্তা দেওয়া হয়, কবিতা লেখার মান উন্নত করতে হবে। প্রত্যন্ত এলাকার কবি ও লেখকদের বিভিন্ন ক্ষুদ্র সাহিত্য পত্রিকায় লেখার সুযোগ দেওয়া দরকার। কিছু মানুষ সাহিত্যকে ভাঙিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে। অবিলম্বে সেটা বন্ধ হওয়া দরকার।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post