কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার রায়না থানায় অনুষ্ঠিত হলো পুলিশ দিবস। রায়না থানার পাশাপাশি স্কুলগুলো যেমন শ্যামসুন্দর রামলাল আদর্শ বিদ্যালয়, শ্যামসুন্দর কলেজ, মাছ খান্ডা হাই স্কুল, রায়না স্বামী ভোলা নন্দ বিদ্যালয়, বুড়ো বলরামপুর বিদ্যালয়, সেহারাবাজার সি কে ইউ ইনস্টিটিউ, পলাশন এম এম হাই স্কুল এইসমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে কুইজ অনুষ্ঠানে। কুইজে প্রথম হয় সেহারা বাজার সিকে ইন্সটিউটের ছাত্র ছাত্রীরা।, দ্বিতীয় হয়েছে শ্যামসুন্দর কলেজের ছাত্র-ছাত্রীরা। তৃতীয় হয়েছে রায়না স্বামী ভুলানন্দ হাই স্কুলের ছাত্রছাত্রীরা। তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম অঙ্কিতা সামন্ত রায়না জগৎ মাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে পলাশন এম এম হাই স্কুলের ছাত্রী শিল্পা চ্যাটার্জি। তৃতীয় হয়েছে পলাশন এম এম হাই স্কুলের ছাত্র অমরেশ মুদি।
পুলিশ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে বর্ধমান সদর সাউথ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। রায়না থানার ভারপ্রাপ্ত অফিসার সৈকত মন্ডল। এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ। রায়না থানার সকল অফিসার ও পুলিশ কর্মীরা, স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারাএছাড়াও উপস্থিত ছিলেন এই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা। অনুষ্ঠানে প্রথমে সম্মানীয় অতিথিদের পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তৃতার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের পুষ্প স্তবক ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। এরকম অনুষ্ঠান করতে পেরে সকল পুলিশ অফিসার থেকে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা খুশি ও আনন্দিত।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post