নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- উপনির্বাচন ঘিরে মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ালো আসানসোলে। পান্ডবেশ্বর বিধানসভার ঝাঁঝরা এলাকায় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে দুই ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আটকে রাখা ঘিরে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ চলে বাকবিতন্ডা। এদিন বেলায় তীব্র উত্তেজনা ছড়ালো আসানসোল লোকসভা কেন্দ্রের বারাবনির ১৭৫ নম্বর বুথে। সেখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এমনকি অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষীদের বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এদিন সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বারাবনিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের ভাঙচুরের পরেই তাঁর কনভয়ে থাকা সংবাদ মাধ্যমের গাড়ি আটকে দেয় পুলিশ। প্রায় ৪০ মিনিট ধরে সংবাদ মাধ্যমের গাড়ি আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। যদিও বাধার কারণ হিসেবে পুলিশ কোনও নথিই দেখাতে পারেনি। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই মিডিয়ার কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। বিরোধীদের ছাপ্পা ভোটের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার দাবি, ভোটে হেরে যাওয়ায় ভয়ে ওরা মিথ্যা অভিযোগ করছে।
Discussion about this post