সংবাদদাতা বসিরহাট: সামনেই পঞ্চায়েত ভোট, আর তার আগেই বসিরহাট এক নম্বর ব্লকের শাঁকচূড়া এলাকায় প্রকাশ্যে চলে এলো বর্তমান ব্লক সভাপতি নজরুল হক পন্থী ও প্রাক্তন ব্লক সভাপতি শাহানুর মন্ডল পন্থীদের বিবাদ। এলাকার ক্ষমতা কায়েম করতে বর্তমান ব্লক সভাপতি ঘনিষ্ঠ দলীয় কর্মীদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে। জানা যায় রবিবার সন্ধ্যায় গোলাইচণ্ডীর বাসিন্দা রবিউল মোল্লার সাথে এক যুবকের ব্যক্তিগত বিবাদ এর জেরে স্থানীয় তৃণমূল নেতা সিরাজুল বেসের অফিসে আশ্রয় নেয় রবিউল। সেই সময় শাঁকচুড়া বাজার থেকে কয়েক মিনিটের দূরত্বে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখান থেকেই খবর পেয়ে বেশ কিছু তৃণমূল কর্মী হামলা চালায় সিরাজুল বেশের কার্যালয়ে। এরই মধ্যে খবর পেয়ে অনন্তপুর পুলিস ফাঁড়ি থেকে ঘটনাস্থলে আসে কয়েকজন পুলিস কর্মী। পুলিসের উপস্থিতিতেই দুই পক্ষের বচসা ও হাতাহাতির মধ্যে চলে গুলি। ভাঙচুর করা হয় সিরাজুল বেশের চারচাকা গাড়ি ও বেশ কিছু মোটরবাইক সহ তার অনুগামীদের দোকান এমনই অভিযোগ। গন্ডগোলের মধ্যেই গুলি গিয়ে লাগে প্রভাত সরকার নামে এক পুলিস কর্মীর বাম কাঁধে ব্যক্তিগত বিবাদ পৌঁছায় দলীয় গোষ্ঠীদ্বন্দ্বে।
পুলিস কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঘটনাস্থলে আসে বসিরহাট থানার বিশাল পুলিস বাহিনী। রাতভর তল্লাশি চালিয়ে সিরাজুল বেশে সহ রাতে মোট ৪১ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিস। তৃণমূল কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সোমবার সকাল থেকে বসিরহাট থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মী সমর্থকরা। বিক্ষোভ সামাল দিতে না পারায় শেষ পর্যন্ত তৃণমূলের বিক্ষোভে লাঠি চালাতে হয় পুলিসকে। ঘটনার বিষয়ে কথা বললে বসিরহাট জেলার পুলিস সুপার জোবি থমাস কে জানান সোমবার সকালের ঘটনায় আরো চারজনকে আটক করা হয়েছে এবং রবিবার রাতের ঘটনায় গ্রেফতার তৃণমূল কর্মীদের মধ্যে তিনজনকে পুলিস হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে কোর্টের কাছে। গোষ্ঠীদ্বন্দ্বে বর্তমান ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতির নাম জড়ানোয় রবিবার রাতেই বিবৃতি দিতে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়ে সিরাজুল বেশে ও তার সঙ্গীদের আইএসএফ এর কর্মী বলে মন্তব্য করেন প্রাক্তন ব্লক সভাপতি শাহানুর মন্ডল। যা নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয় তৃণমূল কর্মীদের মধ্যে। এই বিষয়ে কথা বললে বর্তমান ব্লক সভাপতি নজরুল হকও গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে বলেন এখানে গোষ্ঠী দ্বন্দের কিছু নেই। একটা ব্যক্তিগত বিবাদকে হাতিয়ার করে ক্ষমতা দখলের জন্যই হামলা চালানো হয়েছে। যাদেরকে আইএসএফ বলা হচ্ছে এরা সকলেই দলের পুরনো কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট জুড়েই নানান প্রান্তে পথ অবরোধ ও বিক্ষোপে শামিল হয় দুই গোষ্ঠীর সমর্থকরা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post