দেবশ্রী মুখার্জী: বারাসাত তিতুমীর হলে গত ২১ শে জানুযারী ন্যাশনাল চেম্বার অফ স্মল ইন্ডাসট্রীজ দ্বারা আয়োজিত ও অল ইন্ডিয়া এন.জি.ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বাংলার গর্ব সম্মান 2023। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন গর্ভমেন্ট অফ ইন্ডিয়ার ন্যাশনাল কমিশন ফর সিডিউল্ড কাস্টের ভাইস চেয়ারম্যান অরুন হালদার , গর্ভমেন্ট অফ ইন্ডিয়া MSME ডায়রেক্টর ডি. মিত্র , MSME অ্যাসিস টেন্ট ডায়রেক্টর এস. মুখার্জী, প্রাক্তন ডি জি পি ড: বি .এন রমেশ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অল ইন্ডিয়া এন.জি.ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও ন্যাশনাল চেম্বার অফ কটেজ এন্ড স্মল ইন্ডাসট্রিজের চেয়ারম্যান তাপস কুমার দে এর বিশেষ উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে মঞ্চ থেকে সামাজিক দায়বদ্ধতায় ও উন্নতিতে বিভিন্ন ক্ষেত্র থেকে যারা ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের সহায়তায় তাদের কর্ম সংস্থানের সহায়ক হয়েছেন তাদের বাংলার গর্ব সম্মানে ভূষিত করা হল ৷
যারা সম্মানিত হলেন তাদের মধ্যে স্বামী জ্ঞানরঞ্জন মহারাজ, সনাতন মন্ডল, সমাজসেবী শ্যামল বিশ্বাস , সমাজসেবী সুদীপ দে , শফিকূল ইসলাম মন্ডল , তাপস দে সহ মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তিত্বদের সাম্মান জানানো হয় মেমেন্টো দিয়েও উত্তোরীয় পড়িয়ে ৷ অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দরা উদোক্তাদের সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতি সাধনে স্বচেষ্ট ব্যক্তিত্বদের এহেন সম্মান প্রদানের কর্মসূচীর মাধ্যমে তাদের কর্মের উৎসাহ বৃদ্ধির প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post