নিউজ ডেস্ক: এই মুহূর্তটিতে রচিত হলো এমন এক ইতিহাস যা আগে কোনও বিশ্বকাপে কখনও হয়নি। বিশ্বকাপ ফাইনালে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতির মধ্যেই আরও এক নজির গড়ল আমেদাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্যেই। আইসিসি বিশ্বকাপ ট্রফি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লসকে সঙ্গে নিয়ে।
বিশ্বকাপ ফাইনালের খেলা শেষের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হলো দুই ধাপে। আম্পায়ারদের পাশাপাশি দুই দলের ক্রিকেটারদের স্মারক দেওয়া হয়। দেওয়া হয় ম্যাচের সেরা ও টুর্নামেন্টের সেরার পুরস্কার। ফাইনালের সেরা হলেন ট্রাভিস হেড। টুর্নামেন্টের সেরা বিরাট কোহলি।
নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে দাঁড়িয়ে বিশ্বকাপ বিজয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়ার নজির বিশ্বে আর কোনও প্রধানমন্ত্রী বা অন্য কারও নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ হেভিওয়েটরা ছিলেন শুরু থেকেই। নির্বাচনের প্রচার সেরে অনেক পরে আসেন নরেন্দ্র মোদী। বিশ্বকাপ ট্রফি দিয়ে নাম লেখালেন ইতিহাসের পাতায়। বিশ্বের প্রথম হিসেবে।
ফাইনালের শেষে অস্ট্রেলিয়া দল ও ট্রাভিস হেডকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় দলের স্পিরিটের প্রশংসা করে নরেন্দ্র মোদী লিখেছেন, যে সংকল্প নিয়ে গোটা বিশ্বকাপ ভারত খেলেছে তা উল্লেখযোগ্য। সব সময় ভারতীয় দলের পাশে থাকার বার্তাও দেন নরেন্দ্র মোদী।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post