বিশ্বজিত সাহা: আসোর্টেড মোশন পিকচার্সের ডিরেক্টর অরিত্র দাসের সঙ্গে পূজার প্রথম পরিচয়টা কোনো সিনেমার গল্পের থেকে কম কিছু না। একদিন চেন্নাই থেকে ফ্লাইটে কলকাতা ফিরছিলেন অরিত্র। সঙ্গে কোনো খাবার ছিল না।
ভেবেছিলেন, অর্ডার করে নেবেন, কিন্তু প্লেনে উঠে জানতে পারলেন, খাবারের পরিষেবা বিশেষ কারণে বন্ধ রয়েছে। সেইদিন, তাঁকে পরিত্রাণ করলেন পূজা। বাড়ি থেকে নিয়ে আসা খাবার ভাগ করে নিলেন অরিত্রের সঙ্গে। শুরু হলো বন্ধুত্ব, যা আস্তে আস্তে পরিণত হলো গাঢ় প্রেমে।
আরো পড়ুন Aay Khuku Aay Teaser: ‘আয় খুকু আয়’ প্রতিটি বাবা-মেয়ের জন্য এই ছবি
আগামী ২২ এপ্রিল এই মিষ্টি অনন্য জুটির এনগেজমেন্ট। দুটো মানুষ, যাদের দেখা মাটি থেকে অনেকটা উচ্চতায়, তারা সংসার পাততে চলেছেন মাটির পৃথিবীতে। সকলের শুভ কামনা তাঁদের পাথেয় হোক।
Discussion about this post