নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ মঙ্গলবার ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে দলীয় নির্দেশে সারা রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদিবাসী সেলকে সঙ্গে নিয়ে ব্লকে ব্লকে সারী ধর্মের স্বীকৃতির দাবিতে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এসটি সেলের উদ্যোগে জামালপুর ব্লক পার্টি অফিস থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয় সারী ধর্মের স্বীকৃতির দাবিতে।
মিছিলে পা মেলান ব্লক সভাপতি মেহমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মন্ডল,ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী,সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার ,আদিবাসী সেলের নেতা তারক টুডু, দেবু হেমব্রম, লালু হেমব্রম, জয়দেব দাস,অমিত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। ধামসা মাদল নিয়ে সংঘটিত হয় এই মিছিল অনেক আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা এই মিছিলে পা মেলান। নিজের বক্তব্যে মেহমুদ খান জানান এতদিন পর্যন্ত এই আদিবাসীরা অবহেলিত ছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রথম এই আদিবাসী সম্প্রদায় কে গুরুত্ব দিয়ে তাদের সামনে সারিতে আনার চেষ্টা করেন। তাদের ধর্ম সারী ধর্ম এই সারী ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। না মানা হলে দলীয় নির্দেশে বৃহত্তর আন্দোলনেও তারা যেতে রাজি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post