নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- “অনেক হল, আওয়াজ তোলো। স্কুল-কলেজের দরজা খোলা।” সোমবার এই স্লোগানকে সামনে রেখেই আন্দোলনে নামল ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশন। করোনা অতিমারীর সময়কাল থেকেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজ। ধীরে ধীরে সমস্ত ব্যবস্থা শিথিল হলেও, এখনও বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।
আরো পড়ুন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেই বরাকের সার্বিক উন্নতি : মুখ্যমন্ত্রী
অনলাইন ছেড়ে ক্লাসরুমে শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে এদিন সোদপুর ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের কর্মীরা। প্রায় ৩০ মিনিট পরে তারা অবরোধ চলার পর খড়দহ থানার পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়। এরপর তারা পানিহাটি পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটির সদস্যা তানিয়া মিত্র বলেন, পানশালা ও সিনেমা হল খোলা। অথচ স্কুল-কলেজ বন্ধ। অবিলম্বে স্কুল-কলেজ খোলা না পর্যন্ত তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।
আরো পড়ুন গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে বাংলা, মমতা সরকারকে নিশানা করলেন রাজ্যপাল
Discussion about this post