কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করলেন গোপালবেড়া তৃণমূল কংগ্রেস। মিছিল টি গোটা গোপালবেড়া গ্রাম পরিক্রমা করে গোপালবেড়া বাজারে তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক কার্যালয়ে এসে শেষ হয়।
আরো পড়ুন Exclusive Interview Shreelagna Bandyopadhyay: বড়োপর্দায় শ্রীলগ্না
মিছিলে পা মেলান খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিদ্যুৎ কান্তি মল্লিক,অঞ্চল তৃণমূলের সভাপতি তপন কুমার ঘোষ, প্রাক্তন প্রধান তথা পঞ্চায়েত সদস্য গোপাল দাস সহ তৃণমূল নেতা গুরুপদ চ্যাটার্জী, অচিন্ত্য মালিক সহ অন্যান্য নেতা কর্মীরা সহ গ্রামের সাধারণ মানুষরা।
আরো পড়ুন Petrol Diesel Hike: দেশের কোন শহরে জ্বালানির দাম কত? জেনে নিন
প্রতিবাদ মিছিল শেষে গোপালবেড়া বাজারে একটি পথ সভার আয়োজন করা হয়। এই পথ সভার ও মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভ্রান্ত নিতির প্রতিবাদ জানিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।
Discussion about this post