নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- সারা ভারত বর্ষ জুড়ে কৃষি উন্নয়নের স্বার্থে ডিজিটাল পরিষেবা দেবার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে চলেছে কৃষক দরদী রিলায়েন্স ফাউন্ডেশন। করোনা কালে রাজ্যের বিভিন্ন জেলায় বেসরকারী হাসপাতালগুলোর সহযোগিতায় গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচিl শুক্রবার নদীয়া ও বাঁকুড়া জেলাতে চলছে ভ্যাকসিন প্রদান কর্মসূচী রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিনিধিদের মাধ্যমে বাংলার বিভিন্ন অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের।
আরো পড়ুন বড়সড় ডাকাতির ছক বানচাল, লেক টাউন থানার পুলিসের জালে তিন দুষ্কৃতী
বিশেষত, অসংগঠিত ক্ষেত্রে, দিনমজুর, ও কৃষকদের বাড়িতে গিয়ে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভ্যাক্সিনেশন পর্যন্ত পরিষেবা প্রদান করা হচ্ছে একেবারে বিনামূল্যে। এছাড়া স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে কভিড সুরক্ষা কর্মসূচিতে সমস্ত উপভোক্তার মাক্স, স্যানিটাইজার, প্রদান করা হচ্ছে।
আরো পড়ুন ত্রিপুরায় পুর নির্বাচনে মানুষ ভোট দিতে পারলে একটা ট্রেলার দেখতে পাবেন : দেবাংশু ভট্টাচার্য
রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিনিধি অমিত সেন জানান, রিলায়েন্স ফাউন্ডেশন সারা ভারত বর্ষ জুড়ে মানুষের জন্য কল্যাণ মূলক কাজ করে চলেছে। আগামী দিনেও তারা মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
Discussion about this post