কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান:- যক্ষা দূরীকরণে এবার এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার রাইস মিল অ্যাসোসিয়েশন। ১০ই মে বুধবার খণ্ডঘোষ ব্লকের ৪৫ জন যক্ষা আক্রান্তদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন রকমের পুষ্টিকর খাদ্য সামগ্রী। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কন্যাশ্রী মুক্তমঞ্চে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলার আবেদনে সাড়া দিয়ে তো মহতী কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূর্ব বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশন। বুধবার প্রাথমিক পর্যায়ে এক মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় যক্ষা আক্রান্ত ব্যক্তিদের হাতে।
জানা যায়, আগামী আরও পাঁচ মাস যক্ষা আক্রান্ত ব্যক্তিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। শুধুমাত্র খন্ডঘোষ ব্লক ই নয় জেলার বিভিন্ন ব্লকের যক্ষা আক্রান্তদের হাতে একইভাবে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন, বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক। পুষ্টিকর খাদ্য সামগ্রীতে ছিল চাল, মুসুর ডাল, ডিম, সোয়াবিন, সরষের তেল, হরলিক্স বিস্কুট। বুধবারের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অম্বরিশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post