দেবশ্রী মুখার্জী : যে বয়সে সবাই কলেজে প্রবেশ করে নিজেদের কেরিয়ার গড়ার দিকে মন দেয়। সেই বয়সে একটা আস্ত বই লিখে সবাইকে চমকে দিলেন জাহ্নবী জৈন। সবে কলেজ জীবনে প্রবেশ করেছেন তিনি। বুধবাসরীয় সন্ধ্যায় “ইন হার ওন ওয়ার্ডস” বইটি প্রকাশিত হল। বইটিতে মোট ৮১ টি কবিতায় উঠে এসেছে ভিন্ন ভিন্ন স্বাদের কবিতা অষ্টাদশী হওয়া মানেই জীবনের ঝড় শুরু ,জীবনে আবেগের বন্যা বয়ে যায়, প্রথম প্রেম আবার তা ভেঙে যাওয়ার মত হৃদয়বিদারক ঘটনা সবই কবিতার মাধ্যমে উঠে এসেছে এই বইটিতে। ১৮ এর যে আবেগ তা ছত্রে ছত্রে গাঁথা ইন হার ওন ওয়ার্ডস বইটিতে। মানুষই তার বই লেখার প্রেরণা জানালেন জাহ্নবী জৈন।
খুব প্রাঞ্জল ভাষায় লেখা বইটিতে একজন পাঠক তার নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবেন। দেরাদুনের স্কুল থেকে তার স্কুল শিক্ষা শেষ করেছেন তিনি। তার স্কুল জীবনের অভিজ্ঞতাও এই বই লিখতে তাকে সাহায্য করেছে বলেছেন জানান জাহ্নবী। সেই সঙ্গে তিনি একজন ভালো পাঠক, নৃত্যশিল্পী মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন তাই মানবজীবনের সূক্ষাতিসূক্ষ অনুভূতি স্থান পেয়েছে ইন হার ওন ওয়ার্ডস এ। বি এফ সি পাবলিকেশান থেকে প্রকাশিত হওয়া বইটির আনুষ্ঠানিক প্রকাশের দিনে উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতী ঘোষাল, সংবাদ পাঠিকা রায়া ভট্টাচার্য , ও লেখিকা রেখা দুগার সহ আরো অনেকে।অষ্ঠাদশি কন্যা জাহ্নবীর এক গুচ্ছ কবিতার বই প্রকাশ।
যে বয়সে সবাই কলেজে প্রবেশ করে নিজেদের কেরিয়ার গড়ার দিকে মন দেয়। সেই বয়সে একটা আস্ত বই লিখে সবাইকে চমকে দিলেন জাহ্নবী জৈন। সবে কলেজ জীবনে প্রবেশ করেছেন তিনি। বুধবাসরীয় সন্ধ্যায় “ইন হার ওন ওয়ার্ডস” বইটি প্রকাশিত হল। বইটিতে মোট ৮১ টি কবিতায় উঠে এসেছে ভিন্ন ভিন্ন স্বাদের কবিতা অষ্টাদশী হওয়া মানেই জীবনের ঝড় শুরু ,জীবনে আবেগের বন্যা বয়ে যায়, প্রথম প্রেম আবার তা ভেঙে যাওয়ার মত হৃদয়বিদারক ঘটনা সবই কবিতার মাধ্যমে উঠে এসেছে এই বইটিতে। ১৮ এর যে আবেগ তা ছত্রে ছত্রে গাঁথা ইন হার ওন ওয়ার্ডস বইটিতে। মানুষই তার বই লেখার প্রেরণা জানালেন জাহ্নবী জৈন। খুব প্রাঞ্জল ভাষায় লেখা বইটিতে একজন পাঠক তার নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবেন। দেরাদুনের স্কুল থেকে তার স্কুল শিক্ষা শেষ করেছেন তিনি।
তার স্কুল জীবনের অভিজ্ঞতাও এই বই লিখতে তাকে সাহায্য করেছে বলেছেন জানান জাহ্নবী। সেই সঙ্গে তিনি একজন ভালো পাঠক, নৃত্যশিল্পী মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন তাই মানবজীবনের সূক্ষাতিসূক্ষ অনুভূতি স্থান পেয়েছে ইন হার ওন ওয়ার্ডস এ। বি এফ সি পাবলিকেশান থেকে প্রকাশিত হওয়া বইটির আনুষ্ঠানিক প্রকাশের দিনে উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতী ঘোষাল সংবাদ পাঠিকা রায়া ভট্টাচার্য , ও লেখিকা রেখা দুগার ,মডেল রিচা শর্মা, সংগীত শিল্পী প্রশান্ত, কসমোলজিস্ট সায়ন্তন দাস এবং নৃত্য শিল্পী অভিরূপ সেনগুপ্ত, সহ আরো অনেকে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post