সুরশ্রী রায় চৌধুরী: ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa The Rule) -এর শুটিং শুরুর দিনেই বিপত্তি ঘটল। কর ফাঁকির অভিযোগ উঠল মুম্বইয়ের প্রথম সারির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। সোমবার আয়কর দফতরের আধিকারিকরা হানা দিলেন মিথরি মুভি মেকার্স (এম এম এম)-এর কার্যালয়ে। ১২ ডিসেম্বরই শুরু হয়েছে ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa The Rule) -এর শুটিং।
অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ়’ ২০২১-২২ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি। বক্স অফিসে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘পুষ্পা: দ্য রাইজ়’ । সেই মতো আয়কর দেননি নির্মাতারা, এমনই গুরুতর অভিযোগ উঠেছে। প্রযোজনা সংস্থা সূত্রে খবর ছিল, পুরোদমে শুটিং শুরু হবে ১২ ডিসেম্বর থেকে। তার পর শুরুর দিনেই বাধা পড়ল সেটে।
আগামী ১৭ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর মুক্তির এক বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে সিক্যুয়েলের মহড়া শুটিংয়ের কিছু ঝলক সামনে আনা হবে। ২০২১ সালের ডিসেম্বরে ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর মুক্তির দর্শকের উন্মাদনা দেখে দ্বিতীয় পর্ব নির্মাণের কথা ভেবেছিলেন প্রযোজক গোষ্ঠী। তবে আয়কর দফতরের এই অভিযোগে চিন্তিত পুষ্পা: দ্য রুল’ (Pushpa The Rule)-এর টিম।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post