নিউজ ডেস্ক: ‘রাবণ যদি ক্ষমা করে, তাহলে রামায়ণ আবার নতুন করে লেখা হবে!’ চারিদিকে ছড়িয়ে পড়ল ধোঁয়া। ধুমধাম মিউজিকে ‘রাবণে’র এন্ট্রি (Raavan Film Review)।
একমুখ দাড়ি, দুচোখের মণির রং একেবারেই ভিন্ন! পর্দায় জিৎ (Jeet) এলেন! চমক দিলেন তাঁর নতুন অবতারে।
নতুন অবতারে একেবারেই বেমানান নন জিৎ (Jeet)।
বরং তিনি যে রাবণ হয়ে ওঠার প্রত্যেকটি শর্তপূরণ করেছেন, নতুন লুকে! সদ্য় মুক্তি পাওয়া জিতের ‘রাবণ’ (Raavan Film Review) ছবি একেবারেই লুক নির্ভর ছবি।
আরো পড়ুন Exclusive Interview Shreelagna Bandyopadhyay: বড়োপর্দায় শ্রীলগ্না
‘রাবণ’ (Raavan Film Review) ছবি বদলা নেওয়ার গল্প বলে। জিৎ (Jeet) ওরফে রাম মুখোপাধ্যায়ের বদলা নেওয়ার গল্প। যে বদলার কারণেই রাম থেকে রাবণ হয়ে ওঠা।
এই ছবির গল্পে ঢুকে পড়ে ড্রাগ মাফিয়া কাণ্ড, শিশুপাচার কাণ্ড। এই কাণ্ডের মূল কাণ্ডারীর পর্দাফাঁস করতে গিয়েই প্রাণ হারায় জিতের প্রেমিকা রাই চট্টোপাধ্য়ায় ওরফে লহমা ভট্টাচার্য।
এমনকী, ছবিতে জিতের পুরো পরিবারকেই খুন করে এই ছবির খলনায়কের দল। ব্যস, তারপর নানা ছকে একের পর বদলা, অভিনব কায়দায় শত্রুনাশ।
পুলিশের চোখে ধুলো দিয়ে একই ব্যক্তি হয়ে ওঠে রাম ও রাবণ! শেষমেশ কি বদলা নিতে সফল হবে রাবণ? শেষমেশ কি পুলিশের হাতে ধরা পড়বে সে?
মোটামুটি আড়াই ঘণ্টার ছবিতে এই গল্পই এগিয়ে চলে। তবে বলে রাখি ছবি শেষে কিন্তু দারুণ এক চমক রয়েছে!
গল্প হিসেবে দেখলে ‘রাবণ’ ছবির মধ্য়ে কোনও নতুনত্ব নেই। বরং খুব চেনা ছকেই এগোতে থাকে এই ছবি। ‘রাবণ’ (Raavan Film Review) ছবির সবচেয়ে স্ট্রং পয়েন্ট হল উপস্থাপনা। এই ছবি খুবই ঝকঝকে ও আধুনিক।
ভিএফএক্সের কাজও বেশ ভাল। ছবির গানও বেশ ভালো। ‘রাবণ’ (Raavan Film Review) দেখে বোঝা যায়, এই ছবিতে প্রচুর পরিমাণে টাকা ঢেলেছেন প্রযোজক জিৎ (Jeet)।
তবে চিত্রনাট্য এবং পরিচালনায় একটু যত্ন থাকলে, ছবিটা কিন্তু জমে যেত। বিশেষ করে, খরাজ মুখোপাধ্যায়ের মতো ভাল অভিনেতাকে দিয়ে ওরকম মোটা দাগের কমেডির কোনও প্রয়োজন ছিল না।
এই ছবিতে জিতের কাঁধের ওপরই গোটা দায়িত্ব। রাম অবতারের থেকে ছবিতে রাবণ (Raavan Film Review) হয়েই বেশি নজর কেড়েছেন জিৎ (Jeet)। নবাগত লহমা ভট্টাচার্যকে বেশ মিষ্টি লেগেছে।
প্রথম ছবি হিসেবে তাঁর অভিনয় বেশ ভালই। পুলিশ অফিসারের চরিত্রে তনুশ্রী একেবারেই বেমানান। খলনায়কের চরিত্রে শফৎ ফিগার নিজের সেরাটা দিয়েছেন।
শেষমেশ বলতে হয় ‘রাবণ’ (Raavan Film Review) ছবিতে নতুন কিছু করার চেষ্টা করেছেন জিৎ। তা ছবি জুড়ে স্পষ্ট। তবে একঘেয়ে, ছকে বাঁধা চিত্রনাট্যের ফলে জিতের এই চেষ্টা বিফলে গেল।
জমজমাট ‘রাবণ’ ছবির প্রিমিয়ার এর ছবি তুলেছেন 24×7 News Bengal এর চিত্রগ্রাহক বিশ্বজিত সাহা

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post