কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও ২৫ শে বৈশাখ মঙ্গলবার দিন পালন করা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস। সারা রাজ্য জুড়ে পালন করা হয় রবি ঠাকুরের জন্মদিন। রায়না থানার অফিসার ইনচার্জ সৈকত মন্ডল এবং বিভিন্ন পুলিশকর্মীরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন। মঙ্গলবার কবিগুরুর ১৬৩ তম জন্মদিনে মাতোয়ারা সারাদেশের মানুষ। বাঙ্গালীদের মনে রবীন্দ্রনাথ নামটা চিরস্মরণীয় হয়ে আছে। তিনি বঙ্গ জীবনের অঙ্গই শুধু নন, তাকে ছাড়া বাঙালি কার্যত অচল।
আনন্দের মুহূর্তে হৃদয়ে দোলা দেওয়া কিংবা দুঃখে ভেঙে পড়ার সময় বলিষ্ঠ হাত খুঁজে নেওয়ার অন্যতম ভরসা রবীন্দ্রনাথ ঠাকুরের গানই। কথায় রয়েছে, সমুদ্রের শয্যা পাতালে শিশিরের ভয় তুচ্ছ। রবির কিরণ শুধু সমুদ্রের অবাধ্য ঢেউয়ের পায়ে বেড়িই পরাইনি, শিশির থেকে বাঁচতে বাঙালির মাথায় ছাতাও ধরেছে। কবিগুরুর জন্মদিনে মেতে উঠেছে ছোট থেকে শুরু করে বয়স্করা। রায়না থানার অফিসার ইনচার্জ সৈকত মন্ডল জানান, “আজ আমরা রবি ঠাকুরের জন্মদিবস শ্রদ্ধার সাথে পালন করেছি, এবং সমস্ত কবিদের এবং দেশপ্রেমীদের জন্মদিবস পালন করা হবে আমাদের তরফে”।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post