নিজস্ব প্রতিনিধিঃ আবারও উঠে আসলো আত্মহত্যার ঘটনা। কয়েক দিন যাবত আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে। আবারও সেই একই ঘটনা। জানা যায়, ঘটনাটি ঘটেছে কলকাতায়। অভিনেত্রীর বাড়ি কালনায়। মডেল ও অভিনেত্রী দেবলীনা দে (Rai Debalina Dey) বয়স ২৭ গতকাল রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
আত্মহত্যার চেষ্টার আগেই তিনি তার ফেসবুকে দুটি পোস্ট করেন, এই পোস্টে তার পরিবারের বিরুদ্ধে লেখা ছিল যে তার পরিবার তার এই অবস্থার জন্য দায়ী। দুটি পোস্ট করার কিছুক্ষণ পর একটি পোস্ট ডিলিট করে দেন। সূত্রের খবর তাকে মুকুন্দপুর এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাণে বেঁচে গেলেও আপাতত সংকট অবস্থায় আছে।
আরো পড়ুন Matri Shakti Banner Shoot 2022: মাতৃশক্তি ব্যানার স্যুট ২০২২
আরো পড়ুন Showcase their talents in “Sajkotha”
Discussion about this post