নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: “বন্ধন হোক সম্প্রীতি ” বন্ধন হোক সৌভ্রাতৃত্বের” “বন্ধন হোক আনন্দের”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর উদ্যোগে মন্তেশ্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ,মন্তেশ্বরে কুসুম গ্রাম বাজারে রাখি বন্ধন উৎসব ২০২২ উপলক্ষে সাংস্কৃত দিবস উদযাপন অনুষ্ঠিত হলো, এই উপলক্ষে আজ কুসুমগ্রাম বাজারে একটি সাংস্কৃতিক দিবস উদযাপন করা হয়, শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্তেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস ,মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল বিশ্বাস , পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ।
পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করানো হয়, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস, মন্তেশ্বর থানা ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, যুব কল্যাণ দপ্তরে আধিকারিক , সকল পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান ও সদস্য বৃন্দ সহ আরো অনেকে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post