সুরশ্রী রায় চৌধুরী: রামনবমীর মিছিলে দুটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে রিভলভার থাকার অভিযোগ উঠছে। দুটি ভিডিয়ো প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মিছিলে রিভলভার নিয়ে যোগ দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। দু’টি ভিডিয়ো প্রকাশ্য আনা হয়েছে। ভিডিয়োগুলি টুইট করেছেন দলের ২ সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র এবং দলের মুখপাত্র কুণাল ঘোষ। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি অবশ্য, অভিযোগ অস্বীকার করে এটা তৃণমূলের ‘সাজানো’ বলে দাবি করেছে।
BJP's DANGABAJI FORMULA at work again:
🧨 Provoke & instigate communities against each other.
💣 Supply weapons to incite violence.
⚔️Create communal tension deliberately.
🤹🏼🎁 Reap political benefits.
A classic unholy blueprint right out of the @BJP4India playbook!👇🏻 pic.twitter.com/HKZ0BmIlCm
— Abhishek Banerjee (@abhishekaitc) March 31, 2023
রামনবমীর মিছিল এবং তাতে অস্ত্র ব্যবহার নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল প্রশাসন। তৃণমূলের থেকেও বিরোধিতা করা হয়েছিল। বৃহস্পতিবার থেকে মিছিল ঘিরে কিছু বিচ্ছিন্ন অশান্তির ঘটনা নিয়েও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তারই মধ্যে এই ভিডিয়ো প্রকাশ। তৃণমূলের দাবি, এই ভিডিয়ো বাংলার। একটিতে দেখা যাচ্ছে রাস্তার উপরে হলুদ পাঞ্জাবি পরা এক যুবক ডান হাতে রিভলভার নিয়ে আকাশের দিকে তুলে নাচছেন। অপরটিতে জিন্স, সবুজ টিশার্ট এবং মাথায় গেরুয়া ফেট্টি জড়ানো এক যুবক রিভলভার হাতে লরিতে চেপে যাচ্ছেন।
বেশ কয়েক বছর ধরেই বাংলায় রামনবমী উপলক্ষে মিছিল হচ্ছে। কোথাও কোথাও অস্ত্র নিয়েও মিছিল হয়। তবে সেই অস্ত্রের মধ্যে সাধারণত তলোয়ার, গদা, তির-ধনুক ইত্যাদিই দেখা যায় বেশি। কিন্তু রিভলভার, এটা তো ‘দেবতার অস্ত্র’ হতে পারে না? এই প্রশ্ন তুলেই বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতারা। অভিষেকের অভিযোগ, মিছিল থেকে দুই সম্প্রদায়ের মানুষকে পরস্পরের বিরুদ্ধে যাওয়ার উস্কানি দেওয়া হয়েছে। গোলামাল তৈরি করতে অস্ত্র সরবরাহ
করা হয়েছে। সাম্প্রদায়িক উত্তজেনা তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা বলেও অভিযোগ করেছেন অভিষেক।
রামনবমীতে রিভলবার!
বিজেপি করছে কী!!!
বাংলাকে অশান্ত করার এত চেষ্টা।
এগুলোকে খুঁজে গ্রেপ্তার করা হোক। pic.twitter.com/HAAfEsuI6V— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 31, 2023
বিজেপি নেতা-কর্মীরা অতীতে রামনবমীর মিছিলে অংশ নিলেও তার সে ভাবে ঘোষণা থাকত না। কিন্তু এ বার বিজেপি আগেই জানিয়ে দিয়েছিল, দল আয়োজন না করলেও রাজ্যের সর্বত্র নেতা-কর্মীরা মিছিলে অংশ নেবেন। এ বার সেই মিছিলে রিভলভার ব্যবহারের অভিযোগ ওঠায় চাপে পড়ল বিজেপি। যদিও দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে অনেক মিছিল বেরিয়েছে। তাতে বিজেপির কর্মীরাই শুধু যোগ দিয়েছেন তা নয়। স্বতস্ফূর্ত ভাবে অনেক সাধারণ মানুষও যোগ দিয়েছেন। অনেক জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকরাও। আমার তো মনে হয়
রিভলভার হাতে কাউকে তৃণমূল ঢুকিয়ে দিয়ে ছবি তুলেছে। এ ভাবে বিজেপির বদনাম করা যাবে না।’’গতকালের রামনবমীর মিছিলে ভাইরাল দুটি ভিডিও নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post