নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– রামভক্ত সনাতনীরা বাংলায় সুরক্ষিত নন। সনাতনীরা আতঙ্কিত ও বিপন্ন। সোমবার বিকেলে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করার পর রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নদীয়ার হাঁসখালির ঘটনা ও রামনবমীতে বাংলার দুই জায়গায় পুলিশি অত্যাচারের ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে তিনি অভিযোগ জানান।
আরো পড়ুন Brahmāstra: রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’র নতুন পোস্টার
এদিন তিনি বললেন, একশো কোটির মা ক্যান্টিন প্রকল্পে অর্থনৈতিক দুর্নীতি হয়েছে। ক্যাগ অডিট হওয়ার দরকার আছে। স্পেশাল ক্যাগ অডিটের দাবিতে আদালতের দ্বারস্থ হবেন বলে এদিন তিনি সাংবাদিকদের জানালেন। বিধানসভার চেম্বারে ঢুকতে নিষেধ করায় এদিন দলীয় বিধায়কদের নিয়ে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এপ্রসঙ্গে তার বক্তব্য, বিরোধী দলনেতাকে চেম্বারে বসতে বাধা দেওয়া নজিরবিহীন ঘটনা। অতীতে কোনওদিন ঘটেনি।
Discussion about this post