নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- এই বছর মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলার জয় জয়কার। প্রথম দ্বিতীয় সহ একাধিক ছাত্র-ছাত্রী দশম স্থান পর্যন্ত মেধাতালিকায় স্থান পেয়েছে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকেও এই বছর মাধ্যমিকের রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে। সুরে কালিতলা হাই স্কুলের ছাত্রী পাওলি নন্দী ৬৭০ নাম্বার পেয়ে ব্লকে প্রথম স্থান অধিকার করেছে। পর্বতপুর উচ্চ বিদ্যালয়ের ত্রিশান ঘোষ ৬৬৭ পেয়ে দ্বিতীয় হয়েছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে চকদিঘী সারদা প্রসাদ ইনস্টিটিউশন এর ছাত্র সূর্যকান্ত চন্দ্র সে পেয়েছে ৬৬৬।
কৃতি উক্ত তিন ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান ও পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। সঙ্গে ছিলেন, আনোয়ার সরকার, আজাদ রহমান সহ অন্যান্যরা। কৃতি ছাত্র-ছাত্রীদের বাড়িতে পৌঁছে তাদের শুভেচ্ছা,অভিনন্দন সহ আগামী দিনে তাদের সাফল্য কামনা করেন। তাদের প্রত্যেককে একটি করে উত্তরীয়, মিষ্টির প্যাকেট, ফুলের তোড়া উপহার হিসেবে তুলে দেন তারা। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, “এরাই আগামী দিনের ভবিষ্যৎ জামালপুরের মুখ উজ্জ্বলকারী এই তিনজন ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা দিতে পেরে খুব ভালো লাগছে, এরা আগামীতে জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেশের ও দশের কাজে লাগুক এই কামনা করি”।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post