নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- রিলায়েন্স ফাউন্ডেশনের পরিচালনায় উত্তর পরগনা জেলার অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায়, হাবরা-২ নম্বর ব্লকের অধীনে বেড়াবেড়িয়া গ্রামে অনুষ্ঠিত হলো বিনামূল্যে পশু চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান।
আরো পড়ুন রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ ঘোলায়
জাওয়াদ পরবর্তী সময়ে এখানে পরিষেবা পাওয়ার জন্য গ্রামের মানুষরা হাস, মুরগি, গরু, ছাগল নিয়ে আসেন প্রাণী পালকগন। চিকিৎসকরা প্রানী পালকদের নানান পরামর্শ নেন। প্রয়োজনে ভ্যাকসিন করিয়ে দেন এবং বিনামূল্যে ঔষধপত্র এই ক্যাম্প থেকে প্রাণী পালকগন নিয়ে যান। ক্যাম্পে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের চিন্ময় মাজি ও কৌশিক পাল।
আরো পড়ুন লাইমলাইট ভবনে কলকাতা পুলিশের আলোকচিত্র প্রদর্শনী
তাছাড়া উপস্থিত ছিলেন হাবরা-২ ব্লকের প্রাণী সেবি পরিমল ঘোষ, প্রাণী মিত্রা কমারুন নেশা ও পিংকি বিশ্বাস। উক্ত শিবিরে এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
Discussion about this post