নিজস্ব প্রতিনিধি:- পশ্চিমবঙ্গের ২৩ তম পরিষেবা কেন্দ্র রূপে হাওড়ার কদমতলায় শুরু হল ‘রিলায়েন্স রেসকিউ-এর পারসোনালাইজড সার্ভিস সেন্টার’ (Reliance ResQ Personalised Service Centre)।
‘জস সার্ভিসেস হাওড়া’ (Jas Services Howrah) নামাঙ্কিত ‘রিলায়েন্স রেসকিউ পারসোনালাইজড সার্ভিস সেন্টার’-এর লোকার্পণ সমারোহ উপলক্ষ্যে পরিষেবা কেন্দ্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য শিক্ষক নুপুর মুখার্জি, উদীয়মান মডেল ও অভিনেতা রাজশেখর রায়, মডেল অভিনেত্রী সুরভি দাস সহ উপস্থিত ছিলেন পরিষেবা কেন্দ্রের কর্ণধার লালু সিং।
আজ দুপুরে রিলায়েন্স রেসকিউ-এর বিক্রয় বিভাগের আঞ্চলিক প্রবন্ধক রাজীব দাস (Rajib Das, Regional Manager-Sales, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর পরিষেবা বিভাগের আঞ্চলিক প্রবন্ধক অমিত দাস (Amit Das, Regional Manager-Service, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর বিক্রয় বিভাগের গুচ্ছ প্রবন্ধক অনির্বাণ দাস (Anirban Das, Cluster Manager-Sales, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর দুই শাখা প্রবন্ধক বিক্রান্ত সিং (Vikrant Sing, Branch Manager, Reliance ResQ) ও অর্কজিত সিনহা (Arkajit Sinha, Branch Manager, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর হাওড়ার পরিষেবা প্রবন্ধক বিপ্লব মণ্ডল (Biplab Mondal, Service Manager-Howrah, Reliance ResQ)-এর উপস্থিতিতে কদমতলায় চালু হল ‘রিলায়েন্স রেসকিউ’-এর হাওড়ার প্রথম পরিষেবা কেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ মুহুর্তে কদমতলা পরিষেবা কেন্দ্রের কর্ণধার লালু সিং (Lalu Sing, Owner, Reliance ResQ Personalised Service Centre – Howrah) জানান, “স্থানীয় জনগণ বছরভর এই পরিষেবা কেন্দ্র থেকে সহায়তা পাবেন। এই কেন্দ্রের মাধ্যমে সুশিক্ষিত ইঞ্জিনিয়ারগণ নাগরিক পরিষেবার সাথে যুক্ত থাকবেন।”

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post