পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের উপদেষ্টা ছিলেন সদ্য প্রয়াত কবি-সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য পাঠচক্রের করিমগঞ্জ পরিবার স্থানীয় সরস্বতী বিদ্যা নিকেতনে এক স্মরণসভার আয়োজন করে।
আরো পড়ুন স্কুল-কলেজের দরজা খোলার দাবিতে সোদপুরে পথ অবরোধ করে বিক্ষোভ এস এফ আইয়ের
ড. গীতা সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত নন্দিনীর সদস্য ও আমন্ত্রিত গুণিজনেরা প্রথমে প্রয়াত বিশ্বজিৎ চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্প প্রদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষাবিদ অপূর্ব দত্ত তাঁর বক্তব্যে বিশ্বজিৎ চৌধুরীর সাহিত্যকৃতির কথা যেমন তুলে ধরেন, তেমনি তাঁর সঙ্গে ঘনিষ্টভাবে সময় কাটানোর বিষয় এবং কিভাবে বিশ্বজিৎ চৌধুরীর তত্ত্বাবধানে করিমগঞ্জের আড্ডা ও মাসিক কবিকন্ঠ পত্রিকার সূচনা হয়েছিল সে বিষয়ে বলেন। তিনি আরও বলেন, বিশ্বজিৎ চৌধুরী একজন শিক্ষক ছিলেন এবং তিনি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আয়োজিত বিভিন্ন কর্মশালার resource person-র দায়িত্ব সামলাতেন। বাংলা বানান চর্চায়ও বিশ্বজিৎ চৌধুরীর অবদানের কথা উল্লেখ করেন তিনি।
আরো পড়ুন শিলডুবি শঙ্করজ্যোতি ও গীতাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম সন্মেলন
নন্দিনীর সদস্যদের মধ্যে প্রতিমা শুক্লবৈদ্য ও শিবানী গুপ্ত বিশ্বজিৎ বাবুর বিষয়ে বিশদ আলোচনা করেন। অধ্যাপিকা ঝুমা দাস ও নন্দিনীর সদস্য অনিন্দিতা চক্রবর্তী বঙ্গ সাহিত্যের বানান কর্মশালায় বিশ্বজিৎবাবুর সান্নিধ্যলাভ করে কিভাবে ঋদ্ধ হয়েছেন, তা উল্লেখ করেন। দু’জনেই তার শিক্ষাদান পদ্ধতি ও বক্তব্যের গভীরতা নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা গীতা মুখার্জি রবীন্দ্র কবিতার মাধ্যমে তাঁকে স্মরণ করেন।
বিষ্ঞুপদ নাগ ও গোপাল চন্দ্র পাল বলেন, বিশ্বজিৎ চৌধুরী বিভিন্ন সংস্থা -সংগঠনকে নানাভাবে সহযোগিতা করেছেন ও উৎসাহ দিতেন। করিমগঞ্জ বইমেলাতেই বিশ্বজিৎ চৌধুরীর সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সাহিত্য আসর ও আলোচনা সভা শুরু হয় বলে জানান তাঁরা। সবশেষে বিশ্বজিৎ চৌধুরী ও প্রয়াত সমাজসেবী ভোলানাথ মজুমদারের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করা হয়।
আরো পড়ুন Online Drawing Competition 2022 : 24×7 NEWS BENGAL অনলাইন আঁকা প্রতিযোগিতা
Discussion about this post