নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- জমাজল নিষ্কাশনের দাবিতে ব্যারাকপুরে ব্যস্ততম কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। প্রসঙ্গত, সোমবারের টানা বৃষ্টিতে জমলগ্ন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চক কাঁঠালিয়া অঞ্চল। সেই জমাজল সরানোর দাবিতে মঙ্গলবার বেলায় টানা একঘন্টা কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা।
মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর এবং মোহনপুর থানার পুলিশের হস্তক্ষেপে অবশেষে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। উপপ্রধান নির্মল কর বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারনের কাজ চলছে। এর ফলে দেড় বছর ধরে পঞ্চায়েতের নয়টি সংসদের বাসিন্দারা সমস্যায় ভুগছেন। তবে পাম্প লাগিয়ে চটজলদি জমাজল অপসারনের চেষ্টা করা হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post