নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছেপিটে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোডের ফুলুরি মোড়ে সোমবার রাতে ফের বোমাবাজি। অভিযোগ, মনোজ জয়সওয়ালের বাড়ির ঠিক গেটের সামনে পরপর দুটো বোমা মারে দুষ্কৃতীরা।
আরো পড়ুন বিধানসভায় ধুন্ধুমার কান্ড, হাতাহাতিতে জড়ালেন দুপক্ষের বিধায়করা, নাক ফাটল তৃণমূল বিধায়কের
বোমার শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। প্রসঙ্গত, ফুলুরি মোড়ে লাগাতার বোমাবাজির কাছে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও, ফুলুরি মোড়ে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা এবং স্থানীয় ব্যবসায়ীরা। তবে কি কারনে বাড়ির গেটের সামনে বোমা মারা হল, তা নিয়ে অন্ধকারে জয়সওয়াল পরিবার। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।
Discussion about this post