নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- পঞ্চায়েত ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। অথচ চাওয়া-পাওয়া নিয়ে কোনও আক্ষেপ নেই শ্যামনগর ফিডার রোড শক্তিগড় ভাদুরীর মাঠ বস্তির বাসিন্দাদের। জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর সংসদের মধ্যে পড়ে এই বস্তি। ইতিহাস বলছে, বামআমলের গোড়ার দিকে ওপার বাংলা থেকে লোকজন এসে প্রস্তাবিত ইএসআই হাসপাতালে জমিতে বসতি গড়ে তোলে। বর্তমানে এখানে দুশো দীন মজুর পরিবারের বসবাস। পরিবর্তন সরকার আসার পর হাল বদলেছে এই বস্তির। তৈরি হয়েছে নতুন ঢালাই রাস্তা তৈরি হয়েছে। বাড়িতে বিদ্যুতের সংযোগ পৌঁছেছে। মিলছে পানীয় জলের পরিষেবাও। তাই বেজায় খুশি বস্তির বাসিন্দারা।
তারা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সমস্ত সুবিধা তারা পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, বার্ধক্য ও বিধবা ভাতাও সবই মিলছে । স্বভাবতই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তাদের চাওয়া-পাওয়ার কোনও হিসেব নেই। কাউগাছি-১ অঞ্চল তৃণমূল যুব সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, দলমত নির্বিশেষে বস্তির অসহায় মানুষজন মুখ্যমন্ত্রীর জনমুখী সমস্ত সুবিধাই পাচ্ছেন। যেহেতু ইএসআই জমির ওপর ওরা বসবাস করছেন। তাই বাড়ি করে দেওয়া সম্ভব নয়। তবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা মিলছে বস্তিবাসীদের। তিনি আরও বলেন, বস্তির যারা জনমুখী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। তাদের একটা তালিকা তৈরি করে ধাপে ধাপে ব্যবস্থা করা হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post