রাজকুমার দাস: পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত সাহড়দা গ্রাম। সেই গ্রামের উচ্চ বিদ্যালয় সাহড়দা কালীপদ বিদ্যাপীঠ। সেই বিদ্যালয়ের নব রূপকার ও প্রধান শিক্ষক শ্রীযুক্ত অজিত কুমার সামন্ত মহাশয় এর অবসর গ্রহণ করেনগত 31 শে ডিসেম্বর। আজ বিদ্যালয়ের যে গঠনগত পরিবর্তিত রূপ আমরা দেখতে পাই তার সার্বিক কৃতিত্ব অজিত বাবুর। তিনি তাঁর সমস্ত কর্মজীবন উৎসর্গ করেছেন এই স্কুল কে। তাঁর ছোঁয়ায় স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে পড়াশোনার মান সবটাই উন্নীত হয়েছে। আধুনিক সুযোগ -সুবিধা সম্পন্ন, সুশৃঙ্খল নিয়মাণুবর্তিতা,পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশের উপযুক্ত সুন্দর পরিবেশ নিয়ে গঠিত এই স্কুল। এই সবকিছুর স্বীকৃতি স্বরূপ 2015 সালে পেয়েছে “নির্মল বিদ্যালয় পুরস্কার “, 2016 তে পেয়েছে জেলার সেরা বিদ্যালয় হিসাবে “শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার ” এবং সামগ্রিক বিচারে 2017 সালে রাজ্যের সেরা বিদ্যালয় হিসাবে “যামিনী রায় পুরস্কার ” সরকারী খেতাব অর্জন করেছে সাহড়দা কালীপদ বিদ্যাপীঠ।
আরো পড়ুন দফায় দফায় দুষ্কৃতী হামলা ভাটপাড়ার কেউটিয়ার পালপাড়ায় , চলল গুলি, আতঙ্কে এলাকাবাসী
এই সকল স্বীকৃতি এসেছে স্কুলের নব রূপকার অজিত বাবুর হাত ধরে। নিরন্তর নিরলস কর্মের স্বীকৃতি স্বরূপ স্যার নিজেও পেয়েছেন অজস্র সম্মাননা, পুরস্কার ও আপামর গ্রামবাসীর সহ অসংখ্য ছাত্র -ছাত্রী ও অগণিত গুনাগ্রাহীর মনে চিরস্থায়ী শ্রদ্ধার স্থান। 2017 সালে স্যার পেয়েছেন “শিক্ষক জ্যোতি পুরস্কার “, রাজ্য সরকার এর শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ পুরস্কার “শিক্ষারত্ন ” সম্মানে ভূষিত হয়েছেন 2018 সালে। ”একাডেমি এক্সিলেন্স এওয়ার্ড “,”সমাজবন্ধু সম্মাননা ” ও পেয়েছেন 2018 সালেই। এরপর 2019 এ পেয়েছেন “বিদ্যাসাগর সম্মাননা “ও “টিচিং এক্সিলেন্স এওয়ার্ড “। এই সম্মাননা গুলি স্বীকৃতি দেয় তাঁর অনন্ত কর্মযজ্ঞের। প্রকৃত অর্থে কর্মযোগী তিনি। তাঁর অবিরাম সাধনার ফসল নব কলেবরে সেজে ওঠা সাহড়দা কালীপদ বিদ্যাপীঠ।
আরো পড়ুন করোনা আক্রান্ত সঞ্চালিকা সুদীপা
একজন আদর্শ শিক্ষক হওয়ার সাথে সাথে তিনি একজন সাহিত্যিক ও বটে। তাঁর প্রকাশিত উপন্যাস গুলি হোল “মেঘবলাকা “, “আলো -আঁধার “, “লাঞ্চিতা “,”কালো -মানিক “, “দীপা “, “স্পন্দন “, “স্বপ্নের সিঁড়ি “, “নির্জনতার আলো ” এবং “ছেঁড়া সময়ের গান “। প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ নাটক “চেতনা “ও “উত্তরন “। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তীব্র ভাইরাস আতঙ্কের দিন গুলি তে তিনি লিখলেন ইংরেজি তে একটি উপন্যাস “The cries of liberation “ও বাংলা তে আরও একটি উপন্যাস “ভাইরাস “।
আরো পড়ুন Research of Dark Chocolate : ডার্ক চকলেট রহস্যের সন্ধানে
স্কুলের সমস্ত দায়িত্ব প্রায় নিখুঁত ভাবে সামলেছেন তিনি। সময়ের সাথে এগিয়ে চলার ধর্ম মেনে স্যার অবসর গ্রহণ করেছেন গত 31 শে ডিসেম্বর। বিগত তিন মাস ধরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে -ছিটিয়ে থাকা স্যার এর অজস্র ছাত্র -ছাত্রী ও বহু শুভাকাঙ্খী মানুষ এসে শ্রদ্ধা জানিয়ে গেছেন বিভিন্ন সময়ে। বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থী সম্মিলিত ভাবে সম্বর্ধনা জানিয়ে গেছে। 2003 বর্ষ (মাধ্যমিক ) স্যার কে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমা দান ও করেছে সম্প্রতি। ইং বছরের শেষে সাহড়দা গ্রাম থেকে সম্বর্ধনা দেওয়া ও নতুন বছরের প্রাক্কালে শিক্ষক এর সম্মানার্থে প্রায় আড়াই শো জনের উপর বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে মাস্টারমশাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়েছে। সে এক নয়নাভিরাম দৃশ্য।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post