নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকের মুখোমুখি হলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীল ঘোষ বলেন, “আমরা চাই নির্বাচনের প্রত্যেকটি মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করুক। শোনা যাচ্ছে যে,তৃণমূল কংগ্রেসের যুবর ব্লক কমিটি গঠন হয়েছে তাতে বেশ কিছু সিভিক ভলেন্টিয়ারের নাম আছে। আমি মনে করি তৃণমূল-কংগ্রেস দলটাই সিভিক ভলেন্টিয়ার এর দল।
তৃণমূল কংগ্রেস দল টা হল সিন্ডিকেটের দল, বালি চুরি, কয়লা চুরি, এমনকি কলকাতার বুকে যারা ভিক্ষা করেন কিছু কিছু এলাকায় ভিখারিদের টাকা কাউন্সিলের কাছে পৌঁছে দিতে হয়”। এছাড়াও রুদ্রনীল ঘোষ সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী পদের জন্য সিভিক ভলেন্টিয়াররা ফর্ম ফিলাপ করেছেন সেটা ববি হাকিম ভালো বলে দিতে পারবেন। সিভিক ভলেন্টিয়ারদের মিটিং হয়েছে নাকি যে অশোক স্তম্ভ খুলে ফেলে একদিকে কুনাল বাবুর ও অন্যদিকে ঘাস ফুলের ছবি লাগাবে। এছাড়াও বিজেপি নেতা রুদ্রনীল আরও বলেন, তৃণমূল-কংগ্রেসে কুনাল ঘোষ চাঁদে জায়গা কিনে ভুট্টা চাষ করছেন। কুনাল ঘোষ সবটাই জানেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদ থেকে কবে চলে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে কানাডার আইন মন্ত্রী হবেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post