সম্প্রতি গড়িয়াহাটের পদ্মা শাড়ির কুঠিরের নববর্ষের হোর্ডিং শ্যুটের ছবিতে সাড়া পড়ে গিয়েছে৷ উজ্জল সূর্যালোকে আউটডোরে করা রঙিন জর্জেট শাড়ির শ্যুটে দু’জন মডেলের ছবি এখন ফেসবুক কাঁপাচ্ছে৷ টালিগঞ্জ মেট্রোর উল্টোদিকে হোর্ডিং ও পড়েছে৷ শ্যুটটি করেছে বিখ্যাত প্রযোজনা সংস্থা এস্ আর্ এল্ মোশন পিকচার্স এন্টারটেইনমেন্ট এর বিগ্গাপন শ্যুটের টিম। আর যাদের ছবি নিয়ে এত হৈচৈ, তারা হলেন রূপা মহাপাত্র ও মৌসুমী মুখার্জি। আসুন আমরা এই হোর্ডিংয়ের দুই মডেলের সঙ্গে একটু আলাপ করে নিই।
- প্রশ্ন ১: আপনি কবে থেকে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন বা কাজ করছেন?
রূপা: এই মোটামুটি ২০১৯ থেকেই আছি বলতে পারেন।
মৌসুমী: আমি আছি তাও ৪-৫ বছর হয়ে গেছে।
- প্রশ্ন ২: আপনি এর আগে উল্লেখযোগ্য কোনও ব্র্যান্ডের কাজ বা হোর্ডিং শ্যুট করেছেন কি? কিংবা নায়িকা হিসেবে কোনও অফিশিয়াল কাজ?
আরো পড়ুন Actress Puja Saha Exclusive Interview: চেষ্টা করো সাফল্য আসবেই পূজা
রূপা: হ্যা করেছি এর আগেও ব্র্যান্ডের কাজ, প্রোডাক্টের কাজ। আইসক্রিম কোম্পানির কাজ করেছি, কিছু শোরুমের কাজ, শাড়ির শুট করেছি আগেও। এছাড়া মেগা সিরিয়ালেও বেশ কয়েকদিন টকি আর্টিস্টের কাজ করেছি।
মৌসুমী: হোর্ডিং শুট এই প্রথম। এর আগে এস্ আর্ এল্ WoW ক্যালেন্ডারের মডেল থেকেছি ডিসেম্বর মাসের পৃষ্ঠায়। কিছু টেলিফিল্মে লিড্ রোল করেছি, এবং অলিক প্রেম নামক ফিচার ফিল্মে ২য় লিড্।
- প্রশ্ন ৩: হঠাৎ করে এসআরএল মোশন পিকচার্স এন্টারটেইনমেন্ট-এর মতো প্রোডাকশন হাউসের অ্যাডভার্টাইজমেন্ট টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং গড়িয়াহাট মার্কেটের একটি শাড়ীর দোকানের হোর্ডিংয়ের মডেল হওয়ার সুযোগ, সবমিলিয়ে অভিজ্ঞতা ঠিক কেমন? কাজ করে কেমন লেগেছিল?
রূপা: খুবই ভালো লেগেছে কাজ করে, আমি খুব Lucky যে অডিশন দিয়ে সুজোগটা পেয়েছি আর বিশেষভাবে এস্ আর্ এল্ প্রোডাক্শনের E.P তিথি দিদিকে ধন্যবাদ জানাই যে আমাকে এই কাজটার জন্য যোগ্য মনে করেছেন।
মৌসুমী: আমি অবশ্য আগেও এখানে কাজ করেছি, নিঃসন্দেহে সেরা কিছু Commercially Creative কাজ এই হাউসে হয়, তাই প্রতিবারের মতো এবারেও কাজ ভালো লেগেছে, সন্তুষ্টি প্রাপ্ত হয়েছে।
- প্রশ্ন ৪: আগামীদিনে আরও কী কী কাজ করতে চান? সেরকম কোনও কাজের কথা হয়েছে কি কোনো প্রোডাক্সনের সাথে যা আমাদের পাঠকদের জানাতে চাইবেন?
আরো পড়ুন Exclusive Interview Shreelagna Bandyopadhyay: বড়োপর্দায় শ্রীলগ্না
রূপা: আগামী দিনে আরো ইচ্ছা আছে হল-রিলিজ হবে এরকম কোনো সিনেমায়, বা কোনো বড় চ্যানেলে প্রচারিত হবে এরকম কোনো ধারাবাহিকে কাজ করার, অবশ্যই খুব ভালো কোনো চরিত্রে, বা আরো বড় কোনো ব্র্যান্ডে কাজ করার।
মৌসুমী: আগামী দিনে আরো ফটোশুট করতে চাই (অবশ্যই কোনো ব্র্যান্ডের হলে), এবং মেগা সিরিয়াল ও ফিচার ফিল্মেও কাজ করতে চাই।
- প্রশ্ন ৫: শেষ প্রশ্ন, এটা বিশেষভাবে রূপাকে, যে এস্ আর্ এল্ মোশন পিকচার্সের সঙ্গে কি আর কোনও কাজ হতে চলেছে? আগামী দিনে কিছু দেখার আশা করতে পারে দর্শক-বন্ধুরা?
আরো পড়ুন Exclusive Interview: স্টার জলসার ‘খুকুমনি হোমডেলিভারি’র Nayanika Sarkar
রূপা: হ্যা আগামী দিনে বেশ কিছু কাজের কথা চলছে, আস্তে আস্তে সেগুলো হবে, কথা-বার্তা চলছে সেগুলো নিয়ে…।
- প্রশ্ন: আচ্ছা, তার মানে আগামী দিনেও কাজের কথা হয়েছে SRL এর সাথে?
রূপা (লাজুক হাসি): হ্যা হ্যা, অবশ্যই আমি তো এই প্রোডাক্সনে থাকতে চাই, আরো অনেক কাজ করতে চাই।
- প্রশ্ন: মানে বেশ ভালোই লেগেছে, তাই তো?
রূপা: হ্যা আমার খুব ভালো লেগেছে, আরো অনেক কাজ করতে চাই।
24×7 News Bengal: বেশ, অনেক ধন্যবাদ দুজনকেই সাক্ষাৎকারটির জন্য। আপনাদের আগামী দিন আরো সাফল্য-মন্ডিত হোক, আমরা এই কামনা করি।
Discussion about this post