নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে রবিবার “ক্লিন ইন্ডিয়া মিশন” এর অধীনে মেমারি জামালপুর সহ বর্ধমানের নানা জায়গায় প্লস্টিক সাফাই অভিযান চালানো হয়।
আরো পড়ুন দুর্গা পূজো কেমন কাটালেন! জি বাংলার রিমলি সিরিয়ালের রিমলি?
দুর্গাপুজো মন্ডপগুলির আশপাশে পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে তা স্থানীয় প্রশাসনের সাফাই ভ্যানে তুলে দেওয়া হয়। পল্লীমঙ্গল সমিতির সদস্যরা ছাড়াও জেলার আরও বেশ কয়েকটি সংগঠন পল্লিমঙ্গলের সাফাই অভিযানে অংশ নেয়। এদিন প্রায় ৫৫ কেজি প্লাস্টিক সাফাই করা হয় বলে সমিতির তরফে জানান সন্দীপন সরকার।
Discussion about this post