পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ : সাংসদ কৃপানাথ মালার হাত ধরে শুরু হয়েছে করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ সোসাইটি সহচরীর সুবর্ণ জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠান৷ শনিবার বিকেল ৪টায় টাউন কালিবাড়ি রোডে সহচরীর নিজস্ব ময়দানে শুরু হয় ৩ দিনের সমাপ্তি অনুষ্ঠানের৷ অনুষ্ঠানে আসার কথা ছিল সমবায় মন্ত্রী নন্দিতা গারলোসার৷ পরবর্তীতে সাংসদকে দিয়ে সূচনা করা হয় অনুষ্ঠানের৷
শনিবার থেকে শুরু হয়েছে সহচরীর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের৷ বর্ষীয়ান ব্যক্তিত্ব সতু রায়ের পৌরোহিত্যে এক সভারও আয়োজন করা হয়৷ মঞ্চে ছিলেন মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্র দেব, ডিএসএ সম্পাদক সুদীপ চক্রবর্তী সহ সাংসদ কৃপানাথ মালাহ৷
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেলারও আয়োজন করা হয়েছে৷ কাপড় ও খাবারের স্টল বসানো হয়েছে৷ রয়েছে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ অংশ নিতে করিমগঞ্জে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইমন৷ অনুষ্ঠান করবেন নদীয়ার খ্যাতনামা কীর্তন শিল্পী নাসিমা খাতুন৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post