পৃথা মন্ডল: বাঙালির নববর্ষ বাকি আর মাত্র কয়েকটা দিন। নববর্ষ মানেই বাঙালির কাছে একটা আলাদাই অনুভূতি। বাঙালি খাবারের সাথে সাথে পোশাকেও চাই বাঙালিয়ানা ভরপুর। আর এই নববর্ষে অভিনেতা – অভিনেত্রীরাই বা বাদ যায় কেন! তাই নববর্ষ ছোঁয়া মাথায় রেখে রাইকিশোরী কালেকশনের (raikishori collection) একটা রেট্রো লুকে বাজিমাত করেছেন অভিনেত্রী সায়ন্তনী মজুমদার (Sayantani Majumder)।
আর সেই কালেকশন সাজকথায় (Sajkotha) তুলে ধরলেন রাইকিশোরী কালেকশনের (raikishori collection) কর্ণধার ডিজাইনার শ্যামসুন্দর বসু (Shyam Sundar Basu)। আমরা প্রায় সকলেই নতুনের চক্করে পুরানোকে ভুলতে বসেছি, আমরা এখন ভাবতেই পারি না যে আগেকার পুরনো যুগের কালেকশনকে নতুনের রূপদান করা সম্ভব।
কিন্তু এই অসাধ্য সাধন করেছেন ডিজাইনার শ্যামসুন্দর বসু (Shyam Sundar Basu)। পুরানোকে নতুন পেতে কার না ভালো লাগে না! তাই নববর্ষের বাঙালি আনার কথা মাথায় রেখেই ডিজাইনের শ্যামসুন্দর বসু (Shyam Sundar Basu) অভিনেত্রী সায়ন্তনী মজুমদার (Sayantani Majumder) – এর উপরে ফুটিয়ে তুলেছেন একটি রেট্রো লুক যাকে বলে একেবারে অনবদ্য কালেকশন।
এখানে যে ব্লাউজ টি রয়েছে সেটা পুরোপুরি গামছার হাতা এবং আগেকার দিনের পাপহাতা স্টাইল যা পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। এবং ব্লাউজের বডি এবং হাতের সামনের দিকে রয়েছে পিওর কাতান বেনারসির কাজ।
আজকালকার ইয়াং জেনারেশনের ট্রেন্ড ব্ল্যাক পড়া সেই কথাকে মাথায় রেখে এবং গরমের প্রখরতাকে মাথায় রেখে সাদা রংয়ের টিস্যু নেটের শাড়ির ওপরে কালো রংয়ের গোল্ডেন জরির কাজ করা কাতান বেনারসিকে ফুটিয়ে তোলা হয়েছে। এই নববর্ষের সময় বৈশাখ মাসে সাধারণত প্রচুর বিয়ে বাড়ি থাকে রিসেপশনের দিন রাত্রে বেলায় বন্ধুর বিয়েতে পড়ে যাওয়ার জন্য আপনি অবশ্যই ট্রাই করতে পারেন এই ধরনের সাজ পোশাক।


২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post