সুরভিতা রায়: নববর্ষ মানে বাংলার মানুষের কাছে সারা বছরের উৎসবের উদযাপনের শুরু। সঙ্গে থাকে নতুন জামা, আর জমিয়ে খাওয়া- দাওয়া। আর নতুন জামায় কেমন করে সেজে উঠছেন আপনাদের প্রিয় তারকারা! সাজকথায় (Sajkotha) আমরা তা তুলে ধরব আপনাদের সামনে।
গ্রামবাংলার তাঁত শিল্পকে মাথায় রেখে গামছা পাঞ্জাবিতে রাইকিশোরী কালেকশনের (raikishori collection) হাত ধরে নজর কাড়লেন আপনাদের প্রিয় তারকা ভাস্বর চ্যাটার্জী (Bhaswar Chatterjee)। রাইকিশোরী কালেকশনের (raikishori collection) কর্ণধার শ্যামসুন্দর বসু (Shyam sundar Basu) সুতির গামছার সাথে ঢাকাই ফেব্রিক কে একসাথে করে তার নববর্ষ কালেকশন এর সাথে অনবদ্য এক লুকে সাজিয়ে তুলেছেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জীকে (Bhaswar Chatterjee)।
সাথে পিউর সিল্ক- এর কালো সাদা কম্বিনেশনের হ্যান্ড পেইন্টিং ধুতি নজর কাড়বে নববর্ষের দিনে। কখনো ট্র্যাডিশনাল লুকে, কখনো বা পশ্চিমী পোশাকে সাজকথায় (Sajkotha) বিভিন্ন লুকে সেজে উঠছেন বিভিন্ন সেলিব্রিটি এবং মডেলরা সাজকথার (Sajkotha) সাথে।
সুন্দর লাল গামছা পাঞ্জাবিতে এইবার নজর কেড়েছেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জী (Bhaswar Chatterjee)। নজর কাড়া লুকে মানুষের নজর কাড়তে আপনিও সাজকথা (Sajkotha) তে চোখ রাখুন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post