সুরভিতা রায় : নববর্ষের বাকি মাত্র কয়েকটা দিন আর সাজকথায় (Sajkotha) চলছে পরপর নববর্ষের কালেকশনের সম্ভার। নববর্ষ মানেই তো নতুন জামাকাপড় নতুন ফ্যাশন। আর বাঙালির নববর্ষ মানে তো বাঙালিয়ানা থাকবেই। তাই সহজ কথায় রাইকিশোরী কালেকশনের (raikishori collection) সব বাঙালি পোশাকের সম্ভারে সেজে উঠেছেন মডেল থেকে শুরু করে সেলিব্রিটিরাও।
এবার সাজকথায় (Sajkotha) রাইকিশোরী কালেকশনের হাত ধরে সেজে উঠলেন মুম্বাইয়ের মডেল সুদর্শন। ধুতি ও বেনারসি কোটে এবার বেশ আকর্ষণীয় হয়ে উঠেছেন মডেল সুদর্শন। রাই কিশোরী কালেকশনের (raikishori collection) কর্ণধার ডিজাইনার শ্যামসুন্দর বসু (Shyam sundar Basu) এই পোশাকে রেখেছেন একটু অভিনয় করতে ছোঁয়া মূলত যারা জিম করে তাদের জন্য এই পোশাক।
তিনি সাজিয়েছেন মডেলকে স্লিভলেস বেনারসি কোটে এবং তার সাথে চিরাচরিত বাঙালি ধুতি এনেছেন একদম অভিনবত্ব কাতান বেনারসিতে। এর কোটটি পুরোপুরি মিনাকারি কাজের এবং তার সাথে যে ধুতি রয়েছে সেটি পিওর সিল্কের সাথে হ্যান্ড প্রিন্টের ড্রাই করানো যেই পোশাকটি দেখে মনে হচ্ছে একেবারে অন্যরকম ফিউশন কালেকশন এবং যার মধ্যে নতুনের ছোঁয়া।
রাই কিশোরীর কালেকশনের (raikishori collection) কর্ণধার শ্যামসুন্দর বসু (Shyam sundar Basu) জানিয়েছেন, এটি একদম একটি ফিউশন লুক যারা জিম করে তাদের ফটোশুটের জন্য এই লুকটি ভীষণ আইডিয়াল। সাজকথার (Sajkotha) সঙ্গে সঙ্গে নতুন নতুন লুকে সেলিব্রেটি দের দেখতে চোখ রাখুন আমাদের পেজ এ। এবং সাজকথায় (Sajkotha) নিজেদের প্রতিভা তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন মডেল মেকআপ আর্টিস্টরা এই নাম্বার এ: 6290912239


২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post