পৃথা মন্ডল : রাত পোহালেই বাঙালির নববর্ষ আর নববর্ষ, মানেই বাঙালির কাছে একটা আলাদাই অনুভূতি, আলাদা আমেজ, ভালোবাসা। নববর্ষে যেমন থাকে নানান রকমের বাঙালি খাবারের পদ ঠিক তেমনভাবেই থাকে নতুন জামা কাপড়ের সম্ভার। বাঙালি যেমন খাদ্যরসিক ঠিক তেমনি পোশাকের দিক দিয়েও আগাগোড়া বাঙালি খুবই পছন্দসই। আর নববর্ষ মানেই বাঙালি খাবার বাঙালি পোশাক।
কিন্তু সাজকথা (Sajkotha) এবার নববর্ষে নিয়ে এসেছে এক আলাদাই চমক। নববর্ষে শুধুই বা বাঙালিয়ানা থাকবে কেন! কেন থাকবে শুধুমাত্র বাঙালি পোশাক! তাই সহজ কথা নিয়ে এসেছে নতুন ধরনের চমক। ” নববর্ষের বাঙালিয়ানা ও বাঙালিতে মেলবন্ধন”। সাজ কথার এই নতুন ভাবনায় রয়েছেন অভিনেত্রী উর্মি বসু (Urmi Basu) এবং রয়েছেন মডেল শুভেন্দু বালা (Subendu Bala)।
সোহিনি কালেকশনের একটি অনবদ্য এক্সক্লুসিভ লেহেঙ্গায় সেজে উঠেছেন অভিনেত্রী উর্মী বাসু (Urmi Basu)। লাল রঙের উপরে সিলভার চরির কাজের সাথে সিলভার স্টোনের গয়নায় একটি অসাধারণ লুক তৈরি হয়েছে অভিনেত্রী। সাথে শুভেন্দু বালারও (Subendu Bala) লাল পাঞ্জাবির কম্বিনেশনে বেশ মানিয়েছে দুজনকে।
এই সুন্দর শুট এর অ্যাসোসিয়েশনে ছিল আতিফ আলি প্রোডাকশন। এর সাথেও সাজকথাকে (Sajkotha) সহযোগিতা করেছেন সোহিনী কালেকশনের কর্ণধার সোহিনী মন্ডল। এই সুন্দর অনুভূত লোকটি করেছেন মেকআপ আর্টিস্ট দিয়া রায় যার হাতের ছোঁয়ায় আরো সুন্দর হয়ে উঠেছেন অভিনেত্রী উর্মী বাসু (Urmi Basu)। এই শুটটির চিত্রগ্রাহকে ছিলেন অয়ন সাধুখা।
সাজকথার (Sajkotha) তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। সাজকথায় (Sajkotha) আপনিও নিজেকে প্রমোট করতে পারেন যোগাযোগ করুন এই নাম্বারে :6290912239

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post