সুরশ্রী রায় চৌধুরী: ফারহাদ সমজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়েনতম্মা’ গানটি আবারও নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছে। কিছু দিন আগে এই গানটি মুক্তির পর, অসন্তোষ প্রকাশ করেছিলেন তামিল সমালোচক প্রশান্ত রঙ্গস্বামী। ‘লুঙ্গি স্টেপ’ কী ধরনের নাচের মুদ্রা? প্রশ্ন তুলেছিলেন তিনি। তার পর জানিয়েছিলেন, লুঙ্গির ভিতরে হাত ঢুকিয়ে নাচ দেখে তিনি অসুস্থ বোধ করছেন। এই সংস্কৃতি দক্ষিণের কোথায় আছে, জানতে চেয়েছিলেন প্রশান্তও।
ছবিটি দক্ষিণের তামিল ব্লকবাস্টার ‘বীরম’ ছবির রিমেক। চলতি বছরে ইদের দিন ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির কথা ঘোষণা করেছেন নির্মাতারা। এবার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়েনতম্মা’ গানটির সমাজমাধ্যমে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। দক্ষিণের সংস্কৃতির প্রতি অশ্রদ্ধা এবং অজ্ঞানতা প্রকাশ পেয়েছে এই গানের ভিডিয়োতে।
This is highly ridiculous and degrading our South Indian culture. This is not a LUNGI , THIS IS A DHOTI. A classical outfit which is being shown in a DISGUSTING MANNER https://t.co/c9E0T2gf2d
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) April 8, 2023
‘ইয়েনতম্মা’ গানের ভিডিয়োতে দেখা যায় সলমন খানের পাশে নাচছেন ভেঙ্কটেশ ডগ্গুবতী এবং রাম চরণ। উজ্জ্বল রঙের শার্টের সঙ্গে কোমরে জড়ানো সাদা ধুতি তিন তারকারই। চোখে কালো সানগ্লাস, নাচতে নাচতে ঊরুর উপরে শেষ হয়ে যাওয়া ধুতির বাঁধন এ দিক-ও দিক করছেন সবাই। ভিতরে হাত ঢুকিয়ে নাচছেন। যাকে ‘লুঙ্গি মুদ্রা’ বলেও উল্লেখ করা রয়েছে ছবিতে। এক টুইটার ব্যবহারকারী সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন। তাতে প্রতিক্রিয়া জানিয়ে লক্ষ্মণ লিখেছেন, “ভীষণ রকম হাস্যকর! এ তো আমাদের দক্ষিণ ভারতের সংস্কৃতির অবমাননা। এটা লুঙ্গি নয়, ধুতি। ধ্রুপদী পোশাককে ঘৃণ্য ভাবে দেখানো হয়েছে!”
প্রাক্তন ক্রিকেটারের কথায় পূর্ণ সমর্থন জানিয়ে সেই ভিডিয়োর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আরও অনেকেই। এক জন বললেন, “মন্দিরে ঢুকে এগুলো কী করছে! জুতো পরে আছে আবার।” আর এক জন মন্তব্য করলেন, “এখনকার দিনে লোকে টাকার জন্য সব করতে পারে। তাই বলে লুঙ্গি আর ধুতির তফাত জানবে না? যতই এটা সিনেমার সেট হোক, মন্দিরই তো। ভিতরে জুতো পরে নাচছে? এই সিনেমা এখনই নিষিদ্ধ করা উচিত।” কেউ কেউ আবার দৃশ্যটি দেখে সরাসরি সেন্সরবোর্ডকে ট্যাগ করে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিষিদ্ধ ঘোষণা করার জন্য আবেদন করলেন। আর এক জন লক্ষ্মণকে সমর্থন করে মন্তব্য করলেন, “একদম ঠিক বলেছেন স্যর। শৈল্পিক স্বাধীনতা যদি মেনেও নেওয়া যায়, কেন সব
বলিউডের ছবিতে দক্ষিণের সংস্কৃতিকে এত বিশ্রী ভাবে দেখায় বলতে পারেন?” কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়েনতম্মা’র ডান্স স্টেপ ধুতি লুঙ্গির মতো করে পরে মন্দির চত্বরে সলমন খানের উদ্দাম নাচ ভাল ভাবে নেয় নি দক্ষিণের বাসিন্দারা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post