নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- ২৩ শে মার্চ ১৯৮৪ সালে কোলকাতার ফোট উইলিয়াম এর কাছে একটি পথ দুর্ঘটনায় মারা যান সেনাকর্মী জীবনচন্দ্র ঘোষ। তাঁর স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে শনিবার । “মৌলানা পুরোহিত ও সমাজের সকল শ্রেনীর রক্ত দানে স্মৃতি হয়ে থাক “সেনাকর্মী জীবন চন্দ্র ঘোষ” এর মৃত্যু বার্ষিকী”। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন। বৃক্ষ রোপন কর্মসূচি করা হয়। পবিত্র কোনআন শরীফ ও পবিত্র পঞ্চ বেদ উপহার দিয়ে মঞ্চের অনুষ্ঠান সুচনা হয়। ধর্মগ্রন্থ থেকে আয়াত ও স্লোক পাঠ করে মুখরিত হয় সমগ্র অনুষ্ঠান। সেনা জাওয়ানদের সম্বর্ধনা জ্ঞাপন করে দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করা হয়।
“রক্তদানের সাথে সাথে ছিল :- আমন্ত্রিত অতিথি বরন স্মারক সম্মাননা। সাংবাদিকদের বরন ও উপহার প্রদান। মৌলানা পুরোহিতের বরন ও উপহার প্রদান। সকল রক্তদাতাদের বরন, চারাগাছ ও উপহার প্রদান। বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজক ও রক্তদাতাদের বরন ও স্মারক সম্মাননা জ্ঞাপন। মাদ্রাসার সকল ক্ষুদে ছাত্রদের উপহার প্রদান ও করা রক্তদান শিবির উপলক্ষে। এছাড়াও বেশকিছু সামাজিক কর্মসুচিও ছিল এইদিন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post