নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- এবার নিজের পুরসভার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুললেন ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। যদিও সত্যেন রায়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ। তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়ের অভিযোগ, বোর্ড মিটিং কিংবা সিআইসি মিটিংয়ে কোনওরকম আলোচনা ছাড়াই ট্রাক্টর চালক ও ট্রাক্টরে থাকা কর্মীদের ঠিকাদারদের অধীনে করে দেওয়া হচ্ছে। কিন্তু গাড়ির তেল ও ট্রাক্টর চালকদের বেতন দিচ্ছে পুরসভা।
যদিও ওই সকল কর্মীরা আগে পুরসভার ক্যাজুয়াল ও আরবান কর্মী হিসেবে কাজ করতেন। শহরাঞ্চল সাফাইয়ের কাজে ব্যবহৃত ট্রাক্টরের তেল চুরিরও অভিযোগে করেছেন তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। তার অভিযোগ, টেন্ডার ছাড়াই কাজ হচ্ছে। দুর্নীতির অভিযোগ নিয়ে উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ওনার অভিযোগ ভিত্তিহীন। ওনার অপরিণীত চিন্তাধারা বিরোধীদের হাত শক্ত করছে। ওনি দুর্নীতি প্রমান করতে পারলে। তিনিও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন। তবে উপ-পুরপ্রধানের দাবি, হাইকোর্টের কিছু বিধি নিষেধ আছে। তাই ইমারজেন্সি কিছু কাজ করা হচ্ছে। যদিও পরে সেই কাজের টেন্ডার করিয়ে নেওয়া হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post