নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: সোমবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে ও খণ্ডঘোষ থানার পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেফ লাইফ বাইক র্যালির মধ্য দিয়ে পথ নিরাপত্তা সচেতনতা পালন করা হলো। খণ্ডঘোষ থানার পুলিশের উদ্যোগে পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। খণ্ডঘোষ থানার ওসি সুব্রত বেরা-র নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। উক্ত র্যালিতে হেলমেট পরে বাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো সহ নানা সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে প্রচারাভিযান করা হয়।
খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ সুব্রত বেড়া বাইক চালিয়ে সেভ ড্রাইভ সেফ লাইফ র্যালির মধ্য দিয়ে পথ চলতি সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন চালকদের পথও নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন, তিনি বলেন বাইক চালানোর সময় অতি অবশ্যই হেলমেট পড়ে বাইক চালাতে হবে, চারচাকা যানবাহন চালানোর সময় অতি অবশ্যই সিট বেল্ট বাঁধতে হবে, রাস্তা পারাপার করার সময় রাস্তার দুই দিক ভালো করে লক্ষ্য নজর রেখে রাস্তা পারাপার করতে হবে। অফিসার ইনচার্জ সুব্রত বেড়া ছাড়াও খণ্ডঘোষ থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররাও এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি খণ্ডঘোষ থানা থেকে শুরু বর্ধমান বাঁকুড়া রোড ধরে খণ্ডঘোষ পাঠানপাড়া মোড় হয়ে কেশবপুর বাজার হয়ে আবার খণ্ডঘোষ থানায় ফিরে এসে র্যালিটি শেষ হয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post