নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করলো নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার সাফাই কর্মীরা।
আরো পড়ুন ব্যারাকপুর কালিয়ানিবাস এলাকায় বাড়িতে বিস্ফোরণ ঘটনার তদন্তে ফরেনসিক টিম
জানা গিয়েছে, এই পুরসভায় ২৭৫ জন সাফাই কর্মী কাজ করেন। দৈনিক মজুরি বৃদ্ধির বিষয়ে পুর কর্তৃপক্ষকে তারা একাধিকবার জানিয়েছেন। অভিযোগ, পুর কর্তৃপক্ষ আশ্বাস দেওয়া সত্ত্বেও সাফাই কর্মীদের মজুরি বাড়েনি।
আরো পড়ুন ‘আন্দোলনের অধিকার থাকলেও পথ আটকাতে পারেন না’, ‘সুপ্রিম’ পর্যবেক্ষণ
মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রেখে পুরসভার গেটে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। তাদের হুঁশিয়ারি, মজুরি বৃদ্ধির দাবি না মেটা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
Discussion about this post