নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বৃহস্পতিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা। শুক্রবার বেলায় করোনা সংক্রমণ মোকাবিলায় কড়া ভূমিকায় দেখা গেল জগদ্দল থানার পুলিশকে।
ঘোষপাড়া রোডের শ্যামনগর বাজার এবং ফিডার রোডের দুপাশের দোকানপাটে হানা দিল জগদ্দল থানার পুলিশ। মাস্ক না পড়ায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। পাশাপাশি করোনা বিধি মেনে চলার জন্য বিভিন্ন বাজারে প্রশাসনের তরফে মাইকে প্রচারও করা হয়। এদিন পুলিশ কমিশনার মনোজ বর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মাস্ক না পরে রাস্তায় না বেরোলে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।
আরো পড়ুন চাঁদের মাটিতে কুঁড়েঘর! অবশেষে রহস্য উন্মোচন করল চিনা রোভার
Discussion about this post