নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- দিনহাটা ও উত্তরপাড়ায় দলীয় কর্মীদের ওপর শাসকদলের হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধেয় সোদপুরে ধিক্কার মিছিল করলো এস এফ আই। পানিহাটি ও খড়দা এস এফ আইয়ের পক্ষ থেকে সোদপুর স্টেশন রোডে এই মিছিল করা হয়।
আরো পড়ুন পানিহাটির শুকচরে গৃহস্থের বাড়িতে আগুন, পুড়ে ছাই সমস্ত জিনিসপত্র
মিছিলে হাজির ছিলেন এসএফআই রাজ্য কমিটির অন্যতম সদস্য পৃথা চক্রবর্তী, এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শৌণক মুখার্জি, শায়ন বিশ্বাস, অতনু দাস-সহ অন্যান্য ছাত্র নেতৃত্ব। এদিনের মিছিল থেকে শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ফের দলীয় কর্মীদের ওপর আক্রমন নেমে আসলে বাংলা স্তব্ধ করে দেওয়া হবে।
আরো পড়ুন কলকাতায় ৩৪ বছরের জলযন্ত্রনা এখন অনেকটাই কমেছে দাবি অনুব্রত মন্ডলের
Discussion about this post