সুরশ্রী রায় চৌধুরী: CPIM এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ (Shatarup Ghosh) ৪ঠা ডিসেম্বর, রবিবার দীর্ঘদিনের প্রেমিকা কমরেড পহেলী সাহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত পহেলী সাহা। তিনি কলকাতারই মেয়ে। তাঁর লেখাপড়া আশুতোষ কলেজে। তাদের বিয়ের আসর বসবে রুবির নিকট বিষ্ণু বিজলী গার্ডেনে। ইতিমধ্যেই শতরূপের বাড়িতে শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। পর্দার জুন আন্টি ওরফে ঊষশী চক্রবর্তী শনিবার শতরূপের সঙ্গে ছবি শেয়ার করে বিয়ের খবর জানিয়েছেন।
স্বভাবতই বাম নেতার ছিমছাম বিয়েতে থাকবে না নিয়মকানুনের কড়াকড়ি। তাদের বিয়ের কার্ডও বেশ চমকপ্রদ। প্রজাপতি ব্রহ্মা নয় তাদের বিয়ের কার্ডে ক্যারিক্যাচারে ফুটে উঠেছে তাদের নিখাদ প্রেম। দেওয়ালে কাস্তে হাতুড়ি, কলকাতা, ট্রাম আর যুগলের টুকরো টুকরো ছবিতে সাজানো হয়েছে বিয়ের কার্ড। বহু মিছিলে একসঙ্গে হাঁটার পর শতরূপের হাত ধরে নতুন জীবনে পদার্পণ করতে চলেছেন পহেলী সাহা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post