সুরশ্রী রায় চৌধুরী : রবিবার সন্ধ্যায় মুম্বই থেকে অন্ডাল বিমানবন্দরে নামেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁকে স্বাগত জানান মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
এখানে থেকেই টানা প্রচার চালাবেন বলিউডের এই সুপারস্টার। একেবারে ফিল্মি কায়দায় বিরোধীদের ‘খামোশ’ থাকার বার্তা দিয়েছেন। জানিয়েছেন, ‘মমতাদিদি’র খেলা এবার আসানসোলেও হবে। মানুষ উন্নয়নের সমর্থনেই ভোট দেবেন। শত্রুঘ্ন সিনহা জানান, আসানসোলের সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক রয়েছে। বহুবার আগে এসেছেন ‘কালা পাথ্থর’ ছবির সময়। তবে সে সময়ের থেকে এখন আসানসোলের আমুল বদল নজরে পড়ছে। শত্রুঘ্ন সিনহা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এখানে যেভাবে মানুষ আমাকে ভালবাসা দিলেন প্রথমদিনই, আমি কোনওদিন সেটা ভুলতে পারব না। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেশের প্রকৃত নেতা এবং বিরোধীদের সবথেকে জোরাল কন্ঠ।”
আরো পড়ুন Filmfare Awards Bangla 2021: ফিল্মফেয়ারে কোন তারকা পুরস্কার নিয়ে এলো দেখুন ছবি
অন্ডাল বিমানবন্দরে মানুষের ভিড় দেখে দ্বিগুন আত্মবিশ্বাসী শত্রুঘ্ন সিনহা বলেন, এই ভিড় বুঝিয়ে দিচ্ছে মানুষ তাঁর সঙ্গে আছে। এই উপনির্বাচন বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে এই কেন্দ্র জিতেছে তারা। বাবুল সুপ্রিয় এখানকার সাংসদ ছিলেন। তিনি দল ছাড়াতেই ফের ভোট হচ্ছে আসানসোলে। এবার বিজেপির মুখ অগ্নিমিত্রা পাল। যিনি আবার এখানকার বিধায়কও। এই ভোটে কেন্দ্র ধরে রাখার লড়াই বিজেপির। অন্যদিকে তৃণমূলও মরিয়া আসানসোলে জিততে। সোমবার থেকে পুরোদমে প্রচারে নেমে পড়বেন শত্রুঘ্ন।
Discussion about this post