দ্বীপ দেব : অন্যান্য বছরের তুলনায় এবার ও অতি ভক্তি সহকারে তথা সাড়ম্ভড়ে ১ও২ মার্চ পালন করা হয় শিবচর্তুদশীব্রত।শিবচর্তুদশী বা শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে।
আরো পড়ুন Anubrata Mondal: ‘সিপিএম নরেন্দ্র মোদীর দলের মতো মিথ্যেবাদী নয়’, অনুব্রত মণ্ডল
বেনাস্থিত ভোলাগিরি আশ্রম থেকে আসা স্বামী মাধবানন্দ গিরি মহারাজ বলেন,মহা শিবরাত্রী অনুষ্ঠানে ভারতবর্ষের বারোটি জ্যোতিলিঙ্গ তথা সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঁকারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, ত্র্যয়ম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর, ঘুশ্মেশ্বর ও এখানে বহু মানুষের সমাগম হয় ও সবার হাতে এই জ্যোতিলিঙ্গের পূজা ও পবিত্র স্বর্শলাভ ঘটে।শিব’ কথার অর্থ হল কল্যাণকারী অর্থাৎ জগতের প্রতি কল্যান করেন যিনি। কথিত আছে মনুষ্য জগতের পাশাপাশি, ভুত-প্রেত, পশুপাখি দ্বারা ভগবান শিব পূজিত হন বলে তিনি দেবাদিদেব মহাদেব নামে পরিচিত। শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন। বৈদিক মন্ত্রে ভগবান শিবই জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রে শিবই ‘ঈশান’ নামে পরিচিত। স্বামী অনঘানন্দ গিরি মহারাজ বলেন,ভগবান শিব পরমেশ্বর, তিনিই পরমাত্মা, পরমব্রহ্ম। যখন সৃষ্ঠির পূর্বে আলো ছিল না, অন্ধকারও ছিল না; সত্য ছিলনা, অসত্য ছিলনা তখন একমাত্র ভগবান শিব বিরাজমান ছিলেন।
আরো পড়ুন Ena Saha: নিশির নেশায় নিশিদিন
এরপর ২ মার্চ তথা বুধবার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট কবি -সাহিত্যিক- লেখিকা -প্রকাশক মিতা দাস পুরকায়স্থ মহাশয়াকে উত্তরীয় সহ ভোলাগিরি মহারাজের জীবনী গ্ৰন্থ হাতে তুলে দিয়ে সম্মান জানান শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, মিতা দাস পুরকায়স্থ, প্রথমে বিভিন্ন জায়গা থেকে আগত সাধু -সন্ত সহ পন্ডিতগনের শ্রীচরনে প্রণাম সহ উপস্থিত ধর্মপ্রান ভক্তবৃন্দদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন,গোটা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্রতম উৎসবের নাম হলো মহাশিবরাত্রি। শিবরাত্রি নাম শুনে বোঝা যায় এই দিনটি পুরোটাই উৎসর্গ করা হয়েছে ভগবান শিবকে,যাঁকে ধ্বংসের ঈশ্বর,হিন্দু ভগবানের তিন ঈশ্বরের মধ্যে যিনি একজন।যাঁর নাম সৃষ্টিকর্তা ব্রম্মা ও সংরক্ষন ঈশ্বরের পরই। শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি বলেন, শিবরাত্রি হলো শিব ও শক্তির সমম্বয়, পুরুষ ও নারীর শক্তি যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে চলছে। এইবারের শিবচর্তুদশী শিলচরের কল্যানে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এই কামনা করেন।সহযোগিতায় ছিলেন উক্ত শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মকর্তাবৃন্দরা।
Discussion about this post