নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার বিস্ফোরক টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই টুইটে তৃণমূলের নেতা-মন্ত্রী, বিধায়ক, সাংসদ ও প্রাক্তন বিধায়কদের লম্বা তালিকা তুলে ধরে তাদের বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সেই তালিকায় নাম রয়েছে, রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি থেকে শুরু বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রঅংশু রায় ও বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম কুমার মাঝি-র।
যদিও শুভেন্দুর টুইট নিয়ে বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রঅংশু রায়ের প্রতিক্রিয়া, একজন জনপ্রতিনিধি হিসেবে যদি চাকুরী দেবার সুযোগ থাকে। তাহলে তিনি চাকুরী হাজার বার চাকুরী দিতে প্রস্তুত আছেন। সেইসঙ্গে শুভ্রঅংশু-র দাবি, যেই সুপারিশপত্র দেখানো হচ্ছে, সেটা তাঁর হাতের লেখা নয়। এমনকি তাঁর লেটার হেডও ব্যবহার করা হয়নি। তবে তিনি যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post