নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- সোমবার সন্ধের পর থেকে থেকে নিখোঁজ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। বাবার সন্ধান পেতে রাতেই এয়ারপোর্ট থানায় মিসিং ডায়েরি করেন মুকুল পুট শুভ্রঅংশু রায়। যদিও রাতেই দিল্লি বিমানবন্দর থেকে তাকে বেরোতে দেখা গিয়েছে। মঙ্গলবার কাঁচড়াপাড়ার বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে মুখ খুললেন মুকুল পুট শুভ্রঅংশু রায়। তার দাবি, বাবার মানসিক পরিস্থিতি ঠিক নয়। কিন্তু একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়।
শুভ্রঅংশু রায়ের অভিযোগ, কিছু রাজনৈতিক দল বাবাকে নিয়ে নোংরা খেলায় মেতেছে। বিরোধীদের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারন, যেভাবে তৃণমূল দলটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে আটকাতেই নোংরা রাজনীতি করা হচ্ছে। তবে তার বাবা বিজেপিতে যোগ দিলেও তৃণমূলে কোনও প্রভাব পড়বে না বলে এদিন সাফ জানিয়ে দিলেন শুভ্রঅংশু রায়। তার কথায়, তিন বছর আগের মুকুল রায়ের সঙ্গে এখনকার মুকুল রায়ের বিস্তর ফারাক। ২০২১ সালেও মুকুল রায় বিজেপিতে ছিলেন। কিন্তু তাতে তৃণমূলে কোনও প্রভাব পড়েনি। উল্টে আসন সংখ্যা অনেক বেড়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post