নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বুধবার ভরসন্ধেয় ভয়াবহ আগুন লাগে ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নেহেরু মার্কেট বাজারে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ২০ টি দোকান। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়তে দেখেই এলাকার মানুষজন পুকুর ও ড্রেন থেকে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। তারপর দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই। তবে কিভাবে ওই ঘিঞ্জি বাজারের মধ্যে আগুন লাগলো, তা কেউ বলতে পারেনি। ডিভিশনাল ফায়ার অফিসার সরোজ কুমার বাগ বলেন, বেশিরভাগ দোকান খুব ছোট ছিল। কিভাবে আগুন লেগেছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস জানান, বেশিরভাগ দোকান ছোট হলেও, তিন-চারটে বড় দোকানও পুড়ে ছাই হয়ে গিয়েছে। বড় দোকানগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকলে এতবড় ক্ষতি হতো না। ক্ষতিগ্রস্ত মুদির দোকানদার নিমাই দাস ও ননী গোপাল দে বলেন, সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। সরকার থেকে আর্থিক সহযোগিতা পেলে ভালো হয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।